ঢাকার ধামরাইয়ে নৌভ্রমণে গিয়ে নিখোঁজের ১৮ ঘণ্টা পর মো. রাব্বি হোসেন (২৪) নামের এক প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আজ শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের কাকরান এলাকার বংশী নদীর ব্রিজের পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে গতকাল শুক্রবার বন্ধুদের সঙ্গে নৌভ্রমণে গিয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একই এলাকায় নৌকা থেকে পড়ে গিয়ে নিখোঁজ হন তিনি।
রাব্বি হোসেন ধামরাই পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কুমরাইল এলাকার মো. হুমায়ুন মিয়ার ছেলে। তিনি কুয়েতপ্রবাসী ছিলেন। কিছুদিন আগেই দেশে এসেছেন তিনি।
স্থানীয় লোকজন জানান, গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে বংশী নদীতে বন্ধুদের সঙ্গে নৌভ্রমণে আসেন রাব্বি। উচ্চ শব্দে সাউন্ডবক্সে গান বাজিয়ে নেচেগেয়ে আনন্দ উল্লাস করতে থাকেন তাঁরা। একপর্যায়ে রাব্বি নৌকা থেকে পড়ে যান।
ধামরাই ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. সোহেল রানা বলেন, ‘নদীতে প্রবল স্রোত থাকায় প্রথমে তাঁকে খুঁজে পাওয়া যায়নি। পানির গভীরতা ছিল প্রায় ৮০ ফুটেরও বেশি। পরে ঢাকা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এনে শনিবার সকাল থেকে খোঁজা শুরু করি। দুপুর ১২টার দিকে কাকরান এলাকার বংশী নদী থেকে রাব্বির মরদেহ উদ্ধার করে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’