হোম > সারা দেশ > ঢাকা

১০ বছর পর নান্দাইল উপজেলা জিয়া হলে ব্যানার টানাল ছাত্রদল

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

আজ বুধবার (১১ ডিসেম্বর) সকাল ১০টার সময় নান্দাইল উপজেলা জিয়া হল ভবনের সামনে ব্যানার লাগানো হয়। ছবি: আজকের পত্রিকা

নান্দাইল উপজেলা জিয়া হলরুমে ভবনে দীর্ঘ ১০ পর ব্যানার টানিয়েছে নান্দাইল পৌর ও কলেজ ছাত্রদল। আজ বুধবার (১১ ডিসেম্বর) সকাল ১০টার সময় নান্দাইল উপজেলা জিয়া হল ভবনের সামনে ব্যানার লাগানো হয়। নান্দাইল পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রফিকুল ইসলাম মিন্টুর নেতৃত্বে পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে ব্যানার টানানো হয়।

জানা গেছে, ২০১৪ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে নান্দাইল উপজেলা জিয়া হলের ব্যানার মুছে দেয় দলীয় লোকজন। দীর্ঘদিন ব্যানারবিহীন ছিল জিয়া হল। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরে জিয়া হলের ভবনে ব্যানার লাগান।

এ সময় উপস্থিত ছিলেন নান্দাইল পৌর ছাত্রদলের ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি আফরাঈন রহমান প্রান্ত, চণ্ডীপাশা ইউনিয়ন ছাত্রদল নেতা এমদাদুল হক মিলন, সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজ ছাত্রদল নেতা খালেজ পারভেজ, পৌর ছাত্রদল নেতা শাকিল আহমেদ, মো. সজীব মিয়াসহ প্রমুখ।

নান্দাইল পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম মিন্টু বলেন, আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার শহীদ জিয়াউর রহমানের আদর্শ মুছে দিতে চেয়েছিল। জিয়া পরিবারের সকল কিছু মুছে দিতে পরিকল্পনা করেছিল তবুও পারেনি। এ দেশের মুক্তিকামী জনতার হৃদয় থেকে জিয়ার নাম মুছে দিতে পারেনি। ফ্যাসিস্টদের মুছে দেওয়ার ১০ বছর পর জিয়া হলে ব্যানার লাগাতে পেরেছি।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট