হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর শ্যামপুরে বাসায় মধ্যরাতে বিস্ফোরণ, দগ্ধ ৩

ঢামেক প্রতিবেদক

ফাইল ছবি

রাজধানীর শ্যামপুরে একটি বাসায় মধ্যরাতে হওয়া বিস্ফোরণে ৩ জন দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন, তুষার (৪০), জামাল (২৫) ও জামিল (২৪)। গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে শ্যামপুর সাততলা নীল বিল্ডিং নামে পরিচিত ওই ভবনে এ দুর্ঘটনা ঘটে। 

দগ্ধ তুষারের ভাই মো. দিপু বলেন, ওই ভবনের সপ্তম তলায় থাকে তুষার। সে তেমন কিছু করে না। আর ষষ্ঠ তলায় থাকে জামাল। জামিল থাকে জুরাইন বাগানবাড়ি এলাকায়। গতরাতে সপ্তম তলায় তুষারের বাসায় গিয়েছিলে জামাল এবং জামিল। সেখানে আড্ডা দিচ্ছিল। পরে মধ্যরাতে বিস্ফোরণ হয়। এতে তাদের তিনজনের শরীরে দগ্ধ হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। 

তিনি আরও জানান, দুর্ঘটনার খবর শুনে হাসপাতালে গিয়ে তাদের দেখতে পান। ধারণা করা হচ্ছে, রুমে জমে থাকা গ্যাসের কারণে বিস্ফোরণ হয়েছে এবং তারা দগ্ধ হয়েছে। 

জামিলের বাবা ইকবাল হোসেন জানান, তাদের বাসা জুরাইন বাগানবাড়ি এলাকায়। জামিলের কিছুটা মানসিক সমস্যা রয়েছে। সোমবার বাসা থেকে বের হয়েছিল। যে বাসায় দুর্ঘটনা হয়েছে সেখানে মাঝেমধ্যেই যেত সে। তবে গতরাতে কীভাবে দুর্ঘটনা ঘটেছে সে বিষয়ে তিনি কিছুই জানেন না। 

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. মো. তরিকুল ইসলাম জানান, শ্যামপুর থেকে তিনজন দগ্ধ হয়ে হাসপাতালে এসেছে। এদের মধ্যে তুষারের শরীরের শতভাগ পুড়ে গেছে, জামিলের ৫৫ শতাংশ এবং জামালের ৭৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের তিনজনের অবস্থাই আশঙ্কাজনক।

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন