চেক ডিজঅনার মামলায় হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। আগামীকাল মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিমের আদালতে এ আবেদনের ওপর শুনানি হতে পারে।
চেক ডিজঅনার সংক্রান্ত কয়েকটি মামলা নিষ্পত্তি করে গত ২৮ আগস্ট রায় দেন হাইকোর্ট। রায়ের পর্যবেক্ষণে বলা হয়, চেক ডিজঅনার মামলায় কাউকে কারাগারে পাঠানোকে সংবিধান পরিপন্থী।
আদালত তাঁর পর্যবেক্ষণে আরও বলেন, চুক্তির শর্ত পূরণে ব্যর্থতার জন্য যদি ব্যক্তিকে কারাগারে পাঠানো হয় তাহলে অচিরেই বাংলাদেশের বেশির ভাগ মানুষ কারাগারে চলে যাবে। তাই এই আইনের ১৩৮ ধারা দ্রুত সংশোধন করে কারাগারে পাঠানোর বিধান বাতিল করা দরকার। আর জাতীয় সংসদ দ্রুত এ ধারা সংশোধন করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন হাইকোর্ট।