ঢাকার ধামরাইয়ে ভুট্টা খেত থেকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় অজ্ঞাত এক তরুণীর (২৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বেলা ৩টার দিকে উপজেলার কুল্লা ইউনিয়নের ঢাকা-আরিচা মহাসড়কের কেলিয়া এলাকার একটি ভুট্টা খেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, ভুট্টা খেতে ওই তরুণীর মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে তাঁরা ধামরাই পুলিশকে খবর দিলে তারা মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। লাশের গলায় ওড়না প্যাঁচানো, হাতে ও জামার মধ্যে রক্ত লেগে ছিল।
এ বিষয়ে ধামরাই থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই তরুণীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকার হোসেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।