হোম > সারা দেশ > ঢাকা

সাভারে বংশী নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু

নিজস্ব প্রতিবেদক, সাভার

সাভারের নামাবাজার এলাকায় বংশী নদীর তীরে স্থাপিত অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে স্থানীয় প্রশাসন। আজ শুক্রবার সকাল থেকে বাজারের উত্তর ও দক্ষিণ প্রান্তে একসঙ্গে অভিযান শুরু করা হয়। দুটি এক্সকাভেটর (খননযন্ত্র) দিয়ে একের পর এক স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে।

সাভার নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নামাবাজার এলাকায় বংশী নদীর তীরে দুই সহস্রাধিক অবৈধ স্থাপনা রয়েছে। স্থানীয় প্রভাবশালীরা নদী ও নদীর তীর দখল করে এসব স্থাপনা গড়ে তুলেছেন। এর আগে স্থাপনা উচ্ছেদে বড় কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। এবার উচ্চ আদালতের হস্তক্ষেপে জেলা ও উপজেলা প্রশাসন অবৈধ স্থাপনা উচ্ছেদে উদ্যোগ নেয়। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দিচ্ছেন সাভার উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাজহারুল ইসলাম বলেন, আজ সকাল থেকে বংশী নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করা হয়েছে। সব কটি অবৈধ স্থাপনা উচ্ছেদ না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস