হোম > সারা দেশ > ঢাকা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উদ্যোক্তা অর্থনীতিবিদ ক্লাবের সেমিনার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতিবারের মতো এবারও যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে ঢাকা স্কুল অব ইকোনমিকসের উদ্যোক্তা অর্থনীতিবিদ ক্লাব। গত রোববার (২৬ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদদের স্মরণে সেমিনারটির আয়োজন করা হয়। 

সেমিনারে বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৃঢ় নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশের সৃষ্টি হয়েছে, যার শুরুটা হয়েছিল ভাষা আন্দোলন থেকে। এ সময় বাংলা অভিধান সংশোধনের সুপারিশও করেন তারা। 

অনুষ্ঠানে বক্তারা প্রয়াত অধ্যাপক মোবাশ্বের আলীকে স্বাধীনতা পদক দেওয়ার জন্য সরকারের কাছে আবেদন করেন। তিনি একজন গবেষক, সাহিত্য সমালোচক এবং বঙ্গবন্ধুর সহকর্মী ছিলেন। জীবনকালে গুরুত্বপূর্ণ ৪৩টি বই লিখেছেন। সাহিত্যে অবদানের জন্য মরণোত্তর তিনি ভারত থেকে এমটিসি পুরস্কার পেয়েছেন। পাকিস্তান আমলে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য লড়াই করেছিলেন। অধ্যাপক মোবাশ্বের আলী স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একটি হলের নামকরণের প্রস্তাবও দেন বক্তারা। 

সেমিনারে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ইউনিভার্সিটি অব হিউসটান ডাউনটাউন-এর অর্থনীতির অধ্যাপক ড. আনিসুল এম. ইসলাম। এ সময় তিনি অধ্যাপক মোবাশ্বের আলী উপর গবেষণা গ্রন্থের জন্য ড. ইয়াসমিন আরা লেখার প্রশংসা করেন। 

অনুষ্ঠানে সম্মানিত আলোচক ছিলেন অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস এবং অধ্যাপক ড. নুরুর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ড মোয়াজ্জেম হোসেন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেড অব অ্যাডমিন, ডেভেলপমেন্ট অ্যান্ড একাডেমিক অ্যাফেয়ার্স শেখ একরামুল কবির, ঢাকা স্কুল অব ইকোনমিকস। 

সেশনে সভাপতিত্ব করেন ঢাকা স্কুল অব ইকোনমিকসের সহকারী অধ্যাপক ডা. সারা তাসনিম। অন্যদের মধ্যে বক্তব্য দেন অর্থনীতিবিদ ও আইটি বিশেষজ্ঞ, উদ্যোক্তা বিশেষজ্ঞ অধ্যাপক ড. মুহম্মদ মাহবুব আলী, সহকারী অধ্যাপক রেহানা পারভিন, মো. জামাল হোসেন, সভাপতি উদ্যোক্তা অর্থনীতিবিদ ক্লাব এবং পরিচালক (প্রশাসন), বাস্টবের প্রভাষক শামিম আহমেদ।

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে