হোম > সারা দেশ > শরীয়তপুর

শরীয়তপুর জেলা কারাগারে বন্দী ভারতীয় নাগরিকের মৃত্যু

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুর জেলা কারাগারে বন্দী বাবুল সিং (৩৮) নামের এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে শরীয়তপুর সদর হাসপাতালে তাঁর মৃত্যু হয়। আজ রোববার সকালে হাসপাতালে চিকিৎসকেরা ময়নাতদন্ত শেষে ওই ভারতীয় নাগরিকের মরদেহ কারাগার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা কারাগারের অতিরিক্ত জেল সুপারের দায়িত্বে থাকা, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুর রহিম। 

গত বছর ১৭ জুন পদ্মা সেতুর জাজিরা প্রান্ত থেকে সন্দেহভাজন হিসেবে তাঁকে আটক করা হয়। এরপর অনুপ্রবেশ আইনে পদ্মা সেতু দক্ষিণ থানার পুলিশের করা মামলায় ওই দিনই তাঁকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। 

শরীয়তপুর জেলা কারাগার সূত্রে জানা গেছে, বাবুল সিং বেশ কিছুদিন যাবৎ শারীরিক দুর্বলতায় ভুগছিলেন। গতকাল রাত ১০টার দিকে কারাগারে তিনি অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে কারাগার থেকে তাঁকে শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুর রহিম আজকের পত্রিকাকে বলেন, ‘ভারতীয় বন্দী নাগরিক বাবুল সিংকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। আজ (রোববার) সকালে লাশ সুরতহাল করা হয়েছে। কেন্দ্রীয় কারাগারের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে