হোম > সারা দেশ > শরীয়তপুর

শরীয়তপুর জেলা কারাগারে বন্দী ভারতীয় নাগরিকের মৃত্যু

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুর জেলা কারাগারে বন্দী বাবুল সিং (৩৮) নামের এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে শরীয়তপুর সদর হাসপাতালে তাঁর মৃত্যু হয়। আজ রোববার সকালে হাসপাতালে চিকিৎসকেরা ময়নাতদন্ত শেষে ওই ভারতীয় নাগরিকের মরদেহ কারাগার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা কারাগারের অতিরিক্ত জেল সুপারের দায়িত্বে থাকা, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুর রহিম। 

গত বছর ১৭ জুন পদ্মা সেতুর জাজিরা প্রান্ত থেকে সন্দেহভাজন হিসেবে তাঁকে আটক করা হয়। এরপর অনুপ্রবেশ আইনে পদ্মা সেতু দক্ষিণ থানার পুলিশের করা মামলায় ওই দিনই তাঁকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। 

শরীয়তপুর জেলা কারাগার সূত্রে জানা গেছে, বাবুল সিং বেশ কিছুদিন যাবৎ শারীরিক দুর্বলতায় ভুগছিলেন। গতকাল রাত ১০টার দিকে কারাগারে তিনি অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে কারাগার থেকে তাঁকে শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুর রহিম আজকের পত্রিকাকে বলেন, ‘ভারতীয় বন্দী নাগরিক বাবুল সিংকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। আজ (রোববার) সকালে লাশ সুরতহাল করা হয়েছে। কেন্দ্রীয় কারাগারের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন