হোম > সারা দেশ > শরীয়তপুর

শরীয়তপুর জেলা কারাগারে বন্দী ভারতীয় নাগরিকের মৃত্যু

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুর জেলা কারাগারে বন্দী বাবুল সিং (৩৮) নামের এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে শরীয়তপুর সদর হাসপাতালে তাঁর মৃত্যু হয়। আজ রোববার সকালে হাসপাতালে চিকিৎসকেরা ময়নাতদন্ত শেষে ওই ভারতীয় নাগরিকের মরদেহ কারাগার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা কারাগারের অতিরিক্ত জেল সুপারের দায়িত্বে থাকা, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুর রহিম। 

গত বছর ১৭ জুন পদ্মা সেতুর জাজিরা প্রান্ত থেকে সন্দেহভাজন হিসেবে তাঁকে আটক করা হয়। এরপর অনুপ্রবেশ আইনে পদ্মা সেতু দক্ষিণ থানার পুলিশের করা মামলায় ওই দিনই তাঁকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। 

শরীয়তপুর জেলা কারাগার সূত্রে জানা গেছে, বাবুল সিং বেশ কিছুদিন যাবৎ শারীরিক দুর্বলতায় ভুগছিলেন। গতকাল রাত ১০টার দিকে কারাগারে তিনি অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে কারাগার থেকে তাঁকে শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুর রহিম আজকের পত্রিকাকে বলেন, ‘ভারতীয় বন্দী নাগরিক বাবুল সিংকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। আজ (রোববার) সকালে লাশ সুরতহাল করা হয়েছে। কেন্দ্রীয় কারাগারের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট