হোম > সারা দেশ > ঢাকা

ছবির ফাঁদে ফেলে খুন করা হয় আলোকচিত্রীকে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি

রাজধানীর জাফরাবাদে গায়েহলুদের অনুষ্ঠানে ছবি তোলার কথা বলে ডেকে নিয়ে নুর ইসলাম (২৬) নামের এক আলোকচিত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় দুর্গামন্দির গলির পাশে এই ঘটনা ঘটে।

পুলিশ ও নিহতের স্বজনদের ভাষ্য অনুযায়ী, হত্যাকাণ্ডটি ছিল পুরোপুরি পরিকল্পিত। অনুষ্ঠান আয়োজনের নাম করে নুর ইসলামকে ডেকে দুর্গামন্দির গলির পাশের নিয়ে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পর তাঁর কাছে থাকা দুটি ক্যামেরা পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ক্যামেরা ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে।

কেননা, গত শুক্রবার বিকেলে এক ব্যক্তি গায়েহলুদের অনুষ্ঠানে ছবি তোলার কথা বলে তাঁর সঙ্গে যোগাযোগ করেন এবং অগ্রিম ৫০০ টাকা বিকাশে পাঠান।

নুর ইসলাম বরিশালের আগৈলঝাড়া উপজেলার সুজনকাঠী গ্রামের বাসিন্দা। তিনি ঢাকার ধানমন্ডির শংকর এলাকায় একটি মেসে থাকতেন।

স্থানীয়রা তাঁকে প্রথমে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, ঘটনাটি পুরোপুরি পরিকল্পিত হত্যাকাণ্ড। গায়েহলুদের অনুষ্ঠান ছিল না, বরং সেটি ছিল একটি ফাঁদ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মো. মাসুদ আলম বলেন, দুই দিন আগে থেকেই পরিকল্পনা করা হয়েছিল। নুর ইসলামকে ডেকে আনার পেছনে ছিল সুপরিকল্পিত উদ্দেশ্য।

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক

এলপিজির সংকট কাটছে না শিগগির

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার