হোম > সারা দেশ > ঢাকা

সাভারে ৩ খুন: সাগরকে ৭ এবং ঈশিতাকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারের আশুলিয়ার একটি ফ্ল্যাটে বাবা-মা-ছেলেসহ তিনজনকে গলা কেটে হত্যার ঘটনায় গ্রেপ্তার সাগর ও তাঁর স্ত্রী ঈশিতার রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। আজ বুধবার সকালে আশুলিয়া থানা থেকে তাঁদের ঢাকার আদালতে পাঠানো হয়।

হত্যাকাণ্ডের ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি না দিলে সাগরকে সাত দিন এবং ঈশিতাকে পাঁচ দিনের রিমান্ডে চাইবেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

গত সোমবার রাতে গাজীপুরের সফিপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে র‍্যাবের একটি দল। পরে গতকাল মঙ্গলবার আসামিদের আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়। গ্রেপ্তার সাগর আলীর গ্রামের বাড়ি টাঙ্গাইলে আর ঈশিতা বেগমের গ্রামের বাড়ি জামালপুরে।

এর আগে গত শনিবার আশুলিয়ার জামগড়ায় বহুতল ভবনের একটি ফ্ল্যাট থেকে মুক্তার হোসেন বাবুল (৪৮), তাঁর স্ত্রী শাহিদা বেগম (৩৫) ও তাঁদের ছেলে মেহেদী হাসান জয়ের (১৫) গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। নিহতদের গ্রামের বাড়ি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার কোষারানীগঞ্জ ইউনিয়নের গরুড়া (ফুলবাড়ী) গ্রামে। পরে রোববার অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে আশুলিয়া থানায় মামলা করেন বাবুলের ভাই আইনুল হক।

 এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোমেনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, আসামিদের আদালতে নিয়ে যাওয়া হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা সব স্বীকার করেছেন। তাঁদের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার সম্ভাবনা আছে। তবে আদালতে স্বীকারোক্তি না দিলে সাগর আলীর সাত দিন এবং তাঁর স্ত্রী ঈশিতা বেগমের পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হবে।

উত্তরায় জুলাই রেভেলসের দুই সদস্যকে কুপিয়ে জখম

রাজধানীর তিন এলাকায় ককটেল বিস্ফোরণ, মিরপুরে দোকানি আহত

টঙ্গীতে বিকাশকর্মীকে গুলি করে ১৫ লাখ টাকা ছিনতাই, আহত ২

দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহতের ঘটনায় ময়লার গাড়ির চালক কারাগারে

র‍্যাবের পোশাকে ডাকাতির নাটক করে লাখ টাকা লুট, গ্রেপ্তার ৬

কেরানীগঞ্জে সাড়ে ১১ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে

কেন্দ্রীয় কারাগারে বন্দীর ঢামেকে মৃত্যু

১০ ঘণ্টা পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি কেরানীগঞ্জের মার্কেটের আগুন

আমরা প্রাইম টার্গেটকে খুঁজছি: ডিএমপি কমিশনার

মতিঝিলে ছিনতাইকারীর কবলে ইডেনের ছাত্রী