হোম > সারা দেশ > ঢাকা

উত্তরায় ‘চোর’ বলে পেটানোর সময় বাধা, সংঘর্ষে আহত ৭

 উত্তরা (ঢাকা) প্রতিনিধি 

রাজধানীর উত্তরায় ‘চোর পেটানোকে’ কেন্দ্র করে এলাকাবাসী ও সাপ্পরো ডেন্টাল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত সাতজন আহত হয়েছেন। এ সময় কলেজ হোস্টেলে ভাঙচুরের ঘটনা ঘটে। উত্তরা ৯ নম্বর সেক্টরের ৭ /সি নম্বর সড়কের হোস্টেল এলাকায় শনিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টা থেকে সোয়া ১০টা পর্যন্ত সংঘর্ষ চলে।

সংঘর্ষের পর রাতেই হোস্টেলটিতে গিয়ে দেখা গেছে, ছয় তলা ভবনের নিচতলার কিছু আসবাবপত্র ভাঙাচোরা অবস্থায়। হোস্টেলটির সামনের রাস্তায় ইটপাটকেল ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। হোস্টেলের সামনে নিরাপত্তার জন্য র‍্যাব-পুলিশ অবস্থান করছে।

এ বিষয়ে উত্তরা ৯ নম্বর সেক্টর কল্যাণ সমিতির নিরাপত্তাকর্মী ওয়াসিম শেখ জানান, হোস্টেলের ছাত্ররা আব্দুল্লাহপুর থেকে মোবাইল চোর ধরে এনে ৭ /সি নম্বর রোডে এলোপাতাড়ি মারধর করছিল। পরে সেক্টরের লোকজন বলেছে, এভাবে মারলে মারা যাবে। এ কথায় ছাত্ররা খেপে গেলে সেক্টরের বাসিন্দাদের সঙ্গে তাঁদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়।

সাপ্পরো ডেন্টাল কলেজের অধ্যক্ষ নুরুল আমিন বলেন, ‘বহিরাগত লোকজন হোস্টেলে আক্রমণ ও ভাঙচুর করেছে বলে শুনেছি।’

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার এসআই আবু সাঈদ বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে রাত সাড়ে ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু