রাজধানীর উত্তরায় ‘চোর পেটানোকে’ কেন্দ্র করে এলাকাবাসী ও সাপ্পরো ডেন্টাল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত সাতজন আহত হয়েছেন। এ সময় কলেজ হোস্টেলে ভাঙচুরের ঘটনা ঘটে। উত্তরা ৯ নম্বর সেক্টরের ৭ /সি নম্বর সড়কের হোস্টেল এলাকায় শনিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টা থেকে সোয়া ১০টা পর্যন্ত সংঘর্ষ চলে।
সংঘর্ষের পর রাতেই হোস্টেলটিতে গিয়ে দেখা গেছে, ছয় তলা ভবনের নিচতলার কিছু আসবাবপত্র ভাঙাচোরা অবস্থায়। হোস্টেলটির সামনের রাস্তায় ইটপাটকেল ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। হোস্টেলের সামনে নিরাপত্তার জন্য র্যাব-পুলিশ অবস্থান করছে।
এ বিষয়ে উত্তরা ৯ নম্বর সেক্টর কল্যাণ সমিতির নিরাপত্তাকর্মী ওয়াসিম শেখ জানান, হোস্টেলের ছাত্ররা আব্দুল্লাহপুর থেকে মোবাইল চোর ধরে এনে ৭ /সি নম্বর রোডে এলোপাতাড়ি মারধর করছিল। পরে সেক্টরের লোকজন বলেছে, এভাবে মারলে মারা যাবে। এ কথায় ছাত্ররা খেপে গেলে সেক্টরের বাসিন্দাদের সঙ্গে তাঁদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়।
সাপ্পরো ডেন্টাল কলেজের অধ্যক্ষ নুরুল আমিন বলেন, ‘বহিরাগত লোকজন হোস্টেলে আক্রমণ ও ভাঙচুর করেছে বলে শুনেছি।’
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার এসআই আবু সাঈদ বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে রাত সাড়ে ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।