হোম > সারা দেশ > ঢাকা

আইসিইউতে বেড ফাঁকা আছে মাত্র ১৭টি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নানা উদ্যোগের পরও করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। সংক্রমণ বাড়তে থাকায়  রোগীর ভিড় বাড়ছে হাসপাতালগুলোতে। জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে নানা সীমাবদ্ধতার কারণে উন্নত চিকিৎসার জন্য বেশির ভাগ রোগীই এখন রাজধানীমুখী। এতে রাজধানীর হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়েছে। অতিরিক্ত রোগীকে সেবা দিতে হিমশিম খাচ্ছেন সংশ্লিষ্টরা। এমন পরিস্থিতিতে সরকারি হাসপাতালে দেখা দিয়েছে আইসিইউ বেডের সংকট। গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর সরকারি হাসপাতালগুলোতে আইসিইউ বেড ফাঁকা আছে মাত্র ১৭টি। এর মধ্যে আটটি সরকারি হাসপাতালের আইসিউতে কোনো বেডই ফাঁকা নেই।

রাজধানীতে করোনা রোগীদের চিকিৎসা চলছে ১৭টি সরকারি হাসপাতালে। এর মধ্যে ৩টি হাসপাতালে আইসিইউ সুবিধাই নেই। এগুলো হলো, সংক্রামক ব্যাধি হাসপাতাল, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতাল এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতাল।

আইসিইউ সুবিধা রয়েছে এমন ৮টি হাসপাতালের প্রতিটি বেডেই রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের ২৬, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ১০, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের ১৬, সরকারি কর্মচারী হাসপাতালের ৬, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২০, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ১০, টিবি হাসপাতালের ৪ ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ২০টি আইসিইউ বেডের সবকটিতেই রোগী ভর্তি রয়েছেন।

অন্য হাসপাতালগুলোর মধ্যে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে একটি, রাজারবাগ পুলিশ হাসপাতালে দুটি, জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে দুটি, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে ৩টি, ডিএনসিসি করোনা হাসপাতালে ৬টি আর পঙ্গু হাসপাতালে ৩টি আইসিইউ বেড ফাঁকা রয়েছে।

ঢাকায় করোনার চিকিৎসার জন্য নির্ধারিত ১৭ হাসপাতালের ৩৮৫টি আইসিইউ বেডের মধ্যে শুক্রবার ফাঁকা ছিল মাত্র ১৭টি।

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

উত্তরায় জুলাই রেভেলসের সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

হাদিকে হত্যাচেষ্টায় জড়িত মোটরসাইকেল শনাক্ত, মালিক সন্দেহে একজন আটক