হোম > সারা দেশ > ঢাকা

লকডাউনে ১০ ঘণ্টা খোলা থাকবে দোকানপাট-শপিংমল

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: লকডাউনের মধ্যে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকানপাট ও শপিংমল খোলা রাখা যাবে।

চলতি লকডাউন আগামী ৫ মে পর্যন্ত বাড়ানো হচ্ছে জানিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজ সোমবার আজকের পত্রিকাকে এই তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, করোনাভাইরাসের বৈশ্বিক পরিস্থিতি এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতে চলমান লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার এ বিষয়ে প্রজ্ঞাপন হতে পারে।

আগামী ৫ মে পর্যন্ত লকডাউনের মধ্যে দোকানপাট ও শপিংমল সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চালু রাখা যাবে বলে জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

নতুন করে ২৯ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত লকডাউনে আর কি কি বিধিনিষেধ মেনে চলতে হবে তা প্রজ্ঞাপনে বলে দেওয়া হবে বলে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন।

চার দফায় ২৪ দিনের লকডাউনে করোনাভাইরাসের সংক্রমণ কতটুকু নিয়ন্ত্রণে এলো তা পর্যালোচনা করতে সোমবার মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা হয়। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সুপারিশের ভিত্তিতে সেই সভা থেকে লকডাউন আরও সাতদিন বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত হয়।

করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকলে প্রথম দফায় ৫ থেকে ১১ এপ্রিল এবং পরে তা বাড়িয়ে ১৩ এপ্রিল পর্যন্ত মানুষের চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়।

পরে গত ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত কঠোর ও সর্বাত্মক লকডাউন ঘোষণা করে পরে তার মেয়াদ বাড়িয়ে ২৮ এপ্রিল পর্যন্ত করে সরকার।

লকডাউনের মধ্যেই চালু হয় অভ্যন্তরীণ ফ্লাইট; খুলে দেওয়া হয় ব্যাংক, দোকানপাট-শপিংমল, সাব-রেজিস্ট্রার অফিস এবং হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়।

শেষ দফার কঠোর লকডাউন শেষ না হতেই গত রোববার থেকে দোকানপাট-শপিংমল খুলে দেওয়া হয়েছে। তবে গণপরিবহন এখনও বন্ধ রয়েছে।

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর