হোম > সারা দেশ > ঢাকা

বায়তুল মোকাররমে সাঈদীর গায়েবানা জানাজার চেষ্টা, কয়েকজন আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর পল্টনে বায়তুল মোকাররম মসজিদের ভেতরে শোক দিবসের দোয়া ও একাত্তরে মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজা চেষ্টায় সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের ওপর ইট পাটকেল ছুড়লে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এ সময় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। 

আজ মঙ্গলবার জোহরের নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটে এ ঘটনা ঘটে। পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার হায়াতুল ইসলাম খান মোবাইল ফোনে এ তথ্য নিশ্চিত করেছেন। 

হায়াতুল ইসলাম জানান, ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় শোক দিবসের দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছিল। এমন সময় দেলাওয়ার হোসাইন সাঈদীর অনুসারী ও জামায়াতে ইসলামীর সদস্যরা হট্টগোল সৃষ্টি করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে জামায়াতের অনুসারীরা পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ করে। এ সময় কয়েকজনকে আটক করা হয়েছে। 

এ বিষয়ে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দীন মিয়া বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় বায়তুল মোকাররম মসজিদে প্রাঙ্গণ এলাকা থেকে কয়েকজনকে আটক করা হয়েছে। তবে তদের থানায় এনে যাচাই-বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট