হোম > সারা দেশ > টাঙ্গাইল

পুলিশ শান্তিপ্রিয় মানুষকে কখনো গুলি করে না, মির্জা ফখরুলকে কৃষিমন্ত্রী

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘পুলিশ কখনোই শান্তিপ্রিয় মানুষকে গুলি করে না, তারা যখন গুলি করে তা কেবলই আত্মরক্ষার জন্য। এ দেশের পুলিশ ও এ দেশের জনগণ তাদের আত্মরক্ষার জন্য যেকোনো মূল্যে দেশকে স্থিতিশীল রাখবে, উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবে।’ 

আজ শনিবার বিকেলে টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাহারতা ধূমকেতু মাঠে এক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উদ্বোধনকালে এসব কথা বলেন মন্ত্রী। তিনি মূলত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক বক্তব্যের জবাবে এ কথা বলেন। 

মির্জা ফখরুল সম্প্রতি বলেছিলেন, ‘পাকিস্তান আমলে পুলিশ গুলি করত পায়ে আর এখন গুলি করে বুকে।’ এ অভিযোগের জবাবে কৃষিমন্ত্রী বলেন, ‘পুলিশ কখনোই শান্তিপ্রিয় মানুষকে গুলি করে না, তারা যখন গুলি করে তা কেবলই আত্মরক্ষার জন্য। এ দেশের পুলিশ ও এ দেশের জনগণ তাদের আত্মরক্ষার জন্য যেকোনো মূল্যে দেশকে স্থিতিশীল রাখবে, উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবে এবং যারা শান্তিপ্রিয় মানুষ তাদের রক্ষা করবে। যারা শান্তি চায় না, দেশকে অস্থিতিশীল করতে চায়, গন্ডগোলের দিকে নিয়ে যেতে চায়, তাদের পরিণাম আইন অনুযায়ী ভোগ করতে হবে।’ 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, ‘আজকে ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এটাই নাকি তাঁদের শেষ লড়াই। শেষ লড়াই হয়েছে বাংলাদেশে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়, তারপর যা হয়েছে, তা হত্যাকাণ্ড।’ 

বিএনপির নেতাদের উদ্দেশ করে আব্দুর রাজ্জাক বলেন, ‘আপনারা বলেন, বাংলাদেশ নাকি খাদের পাড়ে। প্রকৃতপক্ষে বাংলাদেশ খাদের পাড়ে নয়, আপনারাই খাদের মধ্যে হাবুডুবু খাচ্ছেন, শুধু নাকটি জেগে আছে। আবার যদি দেশকে অস্থিতিশীল করতে চান, ওই খালের পানিতেই ডুবে যাবেন। আমরা এমনটি চাই না।’ 

ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম, টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার, ইউএনও ফারজানা আলম, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, আওয়ামী লীগের সভাপতি শওকত শিকদার, সাধারণ সম্পাদক অনুপম শাজাহান জয় প্রমুখ উপস্থিত ছিলেন। 

ফাইনাল খেলায় সখীপুর ফুটবল একাদশ ও ধনবাড়ী ফুটবল একাদশ প্রতিদ্বন্দ্বিতা করে। ধনবাড়ী ফুটবল একাদশ ১-০ গোলে জয় পায়।

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক