হোম > সারা দেশ > ঢাকা

গুচ্ছ ভর্তি পরীক্ষায় যানজটে শিক্ষার্থী-অভিভাবকদের ভোগান্তি

জবি সংবাদদাতা 

আজ শুক্রবার ‘সি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শেষ হচ্ছে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা। আজ সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রে পৌঁছাতে যানজটের কারণে ভোগান্তি পোহাতে হয়েছে পরীক্ষার্থী-অভিভাবকদের। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে পরীক্ষা শুরু হওয়ার আগে তীব্র যানজটের সৃষ্টি হলে পরীক্ষার্থীদের হলে ঢুকতে সমস্যায় পড়তে হয়।

গত ৩ মে ‘বি’ ইউনিটের পরীক্ষায় রায়সাহেব বাজারের মোড় থেকে সদরঘাটগামী গাড়িগুলো ঘুরিয়ে দেওয়ায় যানজটের সৃষ্টি হয়নি। তবে আজকের চিত্র ছিল ব্যতিক্রম। আজ সদরঘাটগামী গাড়িগুলোর পাশাপাশি পরীক্ষার্থীদের নিয়ে আসা যানবাহনগুলোও ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে দিয়ে চলাচল করছে।

সরেজমিন ঘুরে দেখা যায়, সদরঘাট-বাংলাবাজার থেকে আসা গাড়িগুলো বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে দিয়ে অতিক্রম করছে। ফলে বিশ্ববিদ্যালয়ের মেইন গেট ও দ্বিতীয় গেটের সামনে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ কারণে ভিক্টোরিয়া পার্ক ও কবি নজরুল কলেজের পাশ দিয়ে শিক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে ঢুকতে সমস্যায় পড়তে হয়।

পরীক্ষা দিতে আসা জান্নাতুল আদনান নামের এক শিক্ষার্থী বলেন, যানজট ঠেলে কেন্দ্রে ঢুকতে রীতিমতো কষ্ট হয়ে যাচ্ছে।

বিশ্ববিদ্যালয় ফটকের সামনে কর্তব্যরত এক ট্রাফিক পুলিশ বলেন, ‘যানজট নিরসনে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা সবাই সর্বোচ্চ চেষ্টা করছি।’

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, আজ অনেক আগেই এদিকে গাড়ি প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু প্রচুর রিকশা আর ব্যক্তিগত গাড়ি চলে আসায় সমস্যা তৈরি হয়। তা ছাড়া আজ ঢাবির অধিভুক্ত সাত কলেজেরও ভর্তি পরীক্ষা থাকায় গাড়ির চাপ রয়েছে। সমস্যা নিরসনে সার্বক্ষণিক ট্রাফিকের নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছি।’

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট