বাংলাদেশ পুলিশের ডগ স্কোয়াডের একদল সদস্যকে প্রশিক্ষণ দিয়েছে যুক্তরাষ্ট্র। ডগ স্কোয়াডের কুকুরগুলোকে দায়িত্ব পালনে আরও দক্ষ করে তোলা এবং সেগুলোর রক্ষণাবেক্ষণের জন্য সপ্তাহব্যাপী এক সেমিনারের আয়োজন করে ঢাকার মার্কিন দূতাবাসে থাকা মার্কিন সামরিক বাহিনীর সদস্যরা।
আজ বুধবার মার্কিন দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজে শেয়ার করা এক পোস্ট থেকে এই তথ্য জানা গেছে।
মার্কিন দূতাবাসের ফেসবুক পেজের পোস্টে বলা হয়, ‘আপনি জানেন কি, বিস্ফোরক দ্রব্য শনাক্ত করতে এবং মানুষকে সুরক্ষা দিতে বাংলাদেশ পুলিশ বাহিনী উচ্চ প্রশিক্ষিত কুকুর ব্যবহার করে থাকে? এই কুকুরগুলোকে তাদের দায়িত্ব পালনে সহায়তার জন্য যুক্তরাষ্ট্র দূতাবাসে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সদস্যগণ ঢাকায় সপ্তাহব্যাপী এক পশুচিকিৎসা বিষয়ক সেমিনারে পৃষ্ঠপোষকতা করেছে।’