হোম > সারা দেশ > ঢাকা

সরকারি হাসপাতালের ৬০% আইসিইউ শয্যা ফাঁকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কয়েকদিন আগেও হাসপাতালের একটি আইসিইউ শয্যার অভাবে মারা গেছে অনেক রোগী। বিশেষ করে সংকটাপন্ন রোগীদের স্বজনেরা একটি আইসিইউ শয্যার জন্য বিভিন্ন জায়গায় তদবির করেছেন। করোনার প্রকোপ কমায় এখন ঢাকার সরকারি হাসপাতালগুলোতেই আইসিইউ শয্যার ৬০ শতাংশের বেশি খালি পড়ে রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।  

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, করোনা রোগীর প্রাদুর্ভাব বাড়ায় সরকারি-বেসরকারি হাসপাতালের সংখ্যা বাড়ানো হয়। সে সঙ্গে বাড়ানো হয় শয্যার সংখ্যাও। বর্তমানে ঢাকায় সরকারি ১৭টি সরকারি হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা কার্যক্রম চলছে। এসব হাসপাতালগুলোর মধ্যে আইসিইউ শয্যা রয়েছে মোট ৩৮২ টি। আজ বুধবার পর্যন্ত খালি ছিল ২৩০টি। যা শতকরা হিসেবে ৬০ দশমিক ৫৩ শতাংশ।

সরকারি ১৭টি হাসপাতালে সাধারণ শয্যা রয়েছে ৩ হাজার ৮৯০টি। বুধবার পর্যন্ত খালি ছিল দুই হাজার ৯৫০টি। আগেরদিন খালি ছিল ২ হাজার ৯২৯ টি। ২৯টি বেসরকারি ডেডিকেটেড হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা কার্যক্রম চলছে। বেসরকারি হাসপাতালগুলোতে মোট আইসিইউ শয্যা রয়েছে ৪২১ টি। বুধবার পর্যন্ত খালি ছিল ৩৬৪ টি। আগেরদিন খালি ছিল ৩৩৪ টি।  

২৯টি বেসরকারি হাসপাতালে সাধারণ শয্যা বরাদ্দ রয়েছে এক হাজার ৫৭৬ টি। আজ পর্যন্ত খালি রয়েছে এক হাজার ৩৫৪ টি। সরকারি বেসরকারি হাসপাতালে মোট সাধারণ শয্যা রয়েছে ৫ হাজার ৪৬৬ টি। বুধবার পর্যন্ত খালি ছিল ৪ হাজার ৩০৪ টি। আগেরদিন খালি ছিল ৪ হাজার ২৬৩ টি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১৬ হাজার ৯৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে রোগী শনাক্ত হয় ৭৫৩ জন। শতকরা শনাক্তের হার ৪ দশমিক ৬৮ শতাংশ। এ সময় মৃত্যু হয়েছে আরও ৬ জনের। আগেরদিন ১৭ হাজার ৪১৩ জনের নমুনা পরীক্ষায় রোগী শনাক্ত হয়েছিল ৮৪৫ জন। শতকরা রোগী শনাক্তের হার ছিল ৪ দশমিক ৮৫ শতাংশ। আগেরদিন মৃত্যু হয়েছিল ৫ জনের। ঢাকায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে মোট ৭ হাজার ৭৪৯ জন এবং রোগী শনাক্ত হয়েছে ৭ লাখ ৪৫ হাজার ৩০০ জন।   

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট