হোম > সারা দেশ > ঢাকা

পূর্বাচলে রক্তাক্ত লাশের পাশে পড়ে ছিল ছোরা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরে এক ব্যক্তির রক্তাক্ত লাশ পাওয়া গেছে। পাশে পড়ে ছিল একটি ছোরা।

আজ শনিবার দুপুরে পূর্বাচলের ১ নম্বর সেক্টরের আট নম্বর প্লট থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী ইসলাম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তির নাম দেলোয়ার হোসেন নয়ন (৪৬)। তিনি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার চারিতলা এলাকার মৃত আবু সাঈদের ছেলে। তিনি পেশায় গাড়িচালক।

সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী জানান, সকালে পূর্বাচলে এক ব্যক্তির রক্তাক্ত লাশ দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা পুলিশকে জানান। দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠায়। 

পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘নিহত ব্যক্তির দেহে ছুরির বেশ কিছু আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, গত রাতে তাঁকে খুন করে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। মরদেহের কিছুটা দূর থেকে রক্তমাখা ছোরা জব্দ করা হয়েছে। নিহত ব্যক্তির প্যান্টের পকেটে পাওয়া জাতীয় পরিচয়পত্র ও ড্রাইভিং লাইসেন্স থেকে নাম-পরিচয় জানা গেছে। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাঁরা থানায় এলে মামলা নেওয়া হবে।’

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা