হোম > সারা দেশ > ঢাকা

চালু হলো কাজীপাড়া ও মিরপুর-১১ মেট্রো স্টেশন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চালু হয়েছে মেট্রোরেলের ষষ্ঠ ও সপ্তম স্টেশন। পূর্বঘোষণা অনুযায়ী আজ বুধবার কাজীপাড়া ও মিরপুর-১১ মেট্রো স্টেশন খুলে দিয়েছে কর্তৃপক্ষ।

নতুন দুটি স্টেশনের মধ্যে আগারগাঁও থেকে কাজীপাড়া স্টেশনের ভাড়া ২০ টাকা এবং মিরপুর-১১ স্টেশনের ভাড়া ৩০ টাকা। আর উত্তরা থেকে মিরপুর-১১ স্টেশনের ভাড়া ৩০ টাকা এবং কাজীপাড়া স্টেশনের ভাড়া ৪০ টাকা ঠিক করেছে কর্তৃপক্ষ।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।

গত বছরের ২৮ ডিসেম্বর উদ্বোধনের পর উত্তরা থেকে আগারগাঁও মেট্রোরেলের কার্যক্রম শুরু হয়। পরে পল্লবী, উত্তরা সেন্টার ও মিরপুর-১০ স্টেশন চালু হয়। এবার চালু হলো কাজীপাড়া ও মিরপুর-১১ স্টেশন। আগারগাঁও পর্যন্ত এখন বাকি আছে উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া মেট্রো স্টেশন।

এই মাসের মধ্যেই উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত বাকি দুটি স্টেশনও চালু হবে। আর জুলাই মাসে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত মেট্রোরেল চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

চলতি বছরেই চালু হবে মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশ। সেভাবেই প্রস্তুতি চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে মতিঝিল থেকে কমলাপুর রেলস্টেশন পর্যন্ত অংশ চালু হতে পারে ২০২৫ সাল নাগাদ।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট