ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন সহকারী প্রক্টর হলেন ৬ জন। আজ বুধবার এক অফিসের আদেশে তাদের নিয়োগ দেওয়া হয়। সহকারী প্রক্টররা হলেন- আরবি বিভাগের ড. রফিকুল ইসলাম, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ মাহবুব কায়সার, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রভাষক জাহাঙ্গীর আলম, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ড. নূর আলম সিদ্দিকী, লোক প্রশাসন বিভাগের প্রভাষক শেহরীন আমিন ভূঁইয়া এবং ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির প্রভাষক মো. দেলোয়ার হোসেন।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয় শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদকে।
গত ৮ আগস্ট বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মাকসুদুর রহমান ও ১৩ জন সহকারী প্রক্টর একযোগে পদত্যাগ করার ফলে পদগুলো শূন্য হয়।