হোম > সারা দেশ > ঢাকা

খিলগাঁও রেলগেটে ট্রেনের ধাক্কায় পোশাকশ্রমিক নিহত

ঢামেক প্রতিবেদক

রাজধানীর খিলগাঁও বাগিচা রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। তাঁর নাম আবির মোল্লা (১৮)। 

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে খিলগাঁও বাগিচা রেলগেটে ঘটনাটি ঘটে। পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে তাঁর মৃত্যু হয়। 

মৃত আবির মোল্লার চাচা আরিফ মোল্লা বলেন, তাঁদের বাড়ি সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার শেরনগর গ্রামে। বর্তমানে আশুলিয়া এলাকায় থাকত এবং একটি পোশাক কারখানায় চাকরি করত। আবির দুই ভাই ও এক বোনের মধ্যে সবার বড় ছিল। 

চাচা আরিফ মোল্লা আরও বলেন, ‘আবিরের বাবা মো. মামুন মোল্লা মুগদা এলাকায় মুদিদোকানদারি করে। গত রাতে আশুলিয়া থেকে মুগদায় বাবার সঙ্গে দেখা করতে এসেছিল আবির। পরে লোক মারফত জানতে পারি, খিলগাঁও এলাকায় ট্রেন দুর্ঘটনায় আহত হয়েছে আবির। তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।’ 

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপপরিদর্শক (এসআই) আলী আকবর বলেন, গত রাতে বাগিচা এলাকায় ট্রেনের ধাক্কায় আহত হয়েছিল ওই যুবক। পরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যায়। তবে কোন ট্রেনের সঙ্গে দুর্ঘটনা ঘটেছে, তা জানা যায়নি। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু