হোম > সারা দেশ > ঢাকা

খিলগাঁও রেলগেটে ট্রেনের ধাক্কায় পোশাকশ্রমিক নিহত

ঢামেক প্রতিবেদক

রাজধানীর খিলগাঁও বাগিচা রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। তাঁর নাম আবির মোল্লা (১৮)। 

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে খিলগাঁও বাগিচা রেলগেটে ঘটনাটি ঘটে। পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে তাঁর মৃত্যু হয়। 

মৃত আবির মোল্লার চাচা আরিফ মোল্লা বলেন, তাঁদের বাড়ি সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার শেরনগর গ্রামে। বর্তমানে আশুলিয়া এলাকায় থাকত এবং একটি পোশাক কারখানায় চাকরি করত। আবির দুই ভাই ও এক বোনের মধ্যে সবার বড় ছিল। 

চাচা আরিফ মোল্লা আরও বলেন, ‘আবিরের বাবা মো. মামুন মোল্লা মুগদা এলাকায় মুদিদোকানদারি করে। গত রাতে আশুলিয়া থেকে মুগদায় বাবার সঙ্গে দেখা করতে এসেছিল আবির। পরে লোক মারফত জানতে পারি, খিলগাঁও এলাকায় ট্রেন দুর্ঘটনায় আহত হয়েছে আবির। তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।’ 

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপপরিদর্শক (এসআই) আলী আকবর বলেন, গত রাতে বাগিচা এলাকায় ট্রেনের ধাক্কায় আহত হয়েছিল ওই যুবক। পরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যায়। তবে কোন ট্রেনের সঙ্গে দুর্ঘটনা ঘটেছে, তা জানা যায়নি। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন

বিপিএল ম্যাচ না হওয়ায় পল্লবীতে দর্শকদের সড়ক অবরোধ

হাদি হত্যা: বাদীর নারাজি আবেদন গ্রহণ, সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ

একজন ওয়ার্ড কাউন্সিলরের পরিকল্পনায় হাদি হত্যা—ডিবি পুলিশের তদন্ত প্রতিবেদন রীতিমতো হাস্যকর: বাদীপক্ষ

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

সাত কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ দ্বিতীয় দিনে, তীব্র যানজটে ভোগান্তি