হোম > সারা দেশ > ঢাকা

বনশ্রীতে ৪৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ, গ্রেপ্তার ১

আজকের পত্রিকা ডেস্ক­

গ্রেপ্তার ফিরোজ আলম বাবু ও জব্দ করা কসমেটিকস। ছবি: সংগৃহীত

রাজধানীর বনশ্রী এলাকা থেকে ভারত থেকে চোরাই পথে আনা প্রায় ৪৮ লাখ টাকার কসমেটিকস জব্দ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় ফিরোজ আলম বাবু (৩৭) নামের এক চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিবি তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মিজানুর রহমান জানান, বনশ্রীর একটি বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস উদ্ধার করা হয়। এ সময় চোরাই পণ্য লোড করার সময় বাসার সামনে থেকে একটি কাভার্ড ভ্যানও জব্দ করা হয়। উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে শরীর ফর্সাকারী চার ধরনের ২৫ হাজারের বেশি কসমেটিকস। জব্দ পণ্যের বাজারমূল্য প্রায় ৪৮ লাখ টাকা, যার মাধ্যমে ৬ লাখ টাকার শুল্ক ফাঁকি দেওয়া হয়েছে।

ডিসি মিজানুর রহমান বলেন, পণ্যগুলো আখাউড়া সীমান্ত দিয়ে চোরাই পথে দেশে আনা হয়েছে। এ ধরনের পণ্য স্থানীয় বাজার ও অনলাইনে বিক্রি করা হয়। পণ্যের উৎপত্তির স্থান ও গুণগত মান অজানা থাকায় গ্রাহকদের ক্ষতির ঝুঁকি থাকে।

চোরাচালানে জড়িত চক্রটি সুসংগঠিত চেইনের মাধ্যমে কাজ করে। প্রতিটি ধাপে লোক জড়িত রয়েছে এবং তাদের শনাক্ত করতে অভিযান চলছে।

গ্রেপ্তার ফিরোজ আলম বাবুর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। চোরাই পণ্য আনা-নেওয়ায় জড়িত অন্য ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য তদন্ত অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু