হোম > সারা দেশ > ঢাকা

বনশ্রীতে ৪৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ, গ্রেপ্তার ১

আজকের পত্রিকা ডেস্ক­

গ্রেপ্তার ফিরোজ আলম বাবু ও জব্দ করা কসমেটিকস। ছবি: সংগৃহীত

রাজধানীর বনশ্রী এলাকা থেকে ভারত থেকে চোরাই পথে আনা প্রায় ৪৮ লাখ টাকার কসমেটিকস জব্দ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় ফিরোজ আলম বাবু (৩৭) নামের এক চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিবি তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মিজানুর রহমান জানান, বনশ্রীর একটি বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস উদ্ধার করা হয়। এ সময় চোরাই পণ্য লোড করার সময় বাসার সামনে থেকে একটি কাভার্ড ভ্যানও জব্দ করা হয়। উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে শরীর ফর্সাকারী চার ধরনের ২৫ হাজারের বেশি কসমেটিকস। জব্দ পণ্যের বাজারমূল্য প্রায় ৪৮ লাখ টাকা, যার মাধ্যমে ৬ লাখ টাকার শুল্ক ফাঁকি দেওয়া হয়েছে।

ডিসি মিজানুর রহমান বলেন, পণ্যগুলো আখাউড়া সীমান্ত দিয়ে চোরাই পথে দেশে আনা হয়েছে। এ ধরনের পণ্য স্থানীয় বাজার ও অনলাইনে বিক্রি করা হয়। পণ্যের উৎপত্তির স্থান ও গুণগত মান অজানা থাকায় গ্রাহকদের ক্ষতির ঝুঁকি থাকে।

চোরাচালানে জড়িত চক্রটি সুসংগঠিত চেইনের মাধ্যমে কাজ করে। প্রতিটি ধাপে লোক জড়িত রয়েছে এবং তাদের শনাক্ত করতে অভিযান চলছে।

গ্রেপ্তার ফিরোজ আলম বাবুর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। চোরাই পণ্য আনা-নেওয়ায় জড়িত অন্য ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য তদন্ত অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট