হোম > সারা দেশ > ঢাকা

মন্দিরের ফল চুরির অপবাদেই আত্মহত্যা করেন সেবায়েত: ডিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মিরপুরের কাফরুলে মন্দিরের ফল চুরির অভিযোগ এনে প্রকাশ্যে সালিস বসিয়ে বিচার করা হবে ৬৫ বছর বয়সী সেবায়েত পরীক্ষিত দাসের। ঢাকা মহানগর উত্তরের কেন্দ্রীয় মন্দিরের নেতৃবৃন্দের কাছ থেকে এমন কথা শুনে মাথা নিচু করে বারবার তাঁদের পা জড়িয়ে ধরে মাফ চান মন্দিরটির সেবায়েত পরীক্ষিত। এর পরও মন গলেনি তাঁদের। সালিস বসলে অপমান-অপদস্থ হয়ে আত্মীয়স্বজনের কাছে তিনি কীভাবে মুখ দেখাবেন—এই সব শঙ্কা থেকেই সেবায়েত পরীক্ষিত আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।

সোমবার রাতে রাজধানী ও গাজীপুরে অভিযান চালিয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে এজাহারের তিন আসামিকে গ্রেপ্তার করেছে ডিবি মিরপুর বিভাগ। পরে আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ডিবির প্রধান মোহাম্মদ হারুন অর রশিদ।

ডিবির প্রধান হারুন অর রশিদ বলেন, ‘মন্দির পরিচালনা কমিটির কয়েকজন সদস্যের নির্মম আচরণ ও কঠোর মনোভাবের কারণে সেবায়েত পরীক্ষিতের প্রাণ যায়। তাঁর বিরুদ্ধে ফল চুরির অপবাদ দেওয়া হয়। এ নিয়ে প্রকাশ্যে বিচারের হুমকি দেওয়া হলে সামাজিক লোকলজ্জার ভয়ে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হন।’

গত ১৬ আগস্ট কাফরুলের মন্দিরের ভেতরেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সেবায়েত। তাঁর গ্রামের বাড়ি সুনামগঞ্জের দিরাই থানার কল্যাণী এলাকায়।

ডিবির প্রধান বলেন, ‘আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মন্দিরের সভাপতি বিপ্লব বিজয়ী হালদার, সাংগঠনিক সম্পাদক সুমন সাহা ও দপ্তর সম্পাদক বাদল সরকারের বিরুদ্ধে মৃতের ছেলে ভক্ত দাস বাদী হয়ে কাফরুল থানায় একটি মামলা করেন। সেই মামলায় এরই মধ্যে এজাহারভুক্ত তিন আসামিকেই গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।’

পরীক্ষিতের পরিবারের বরাত দিয়ে হারুন অর রশিদ বলেন, ‘মন্দির কমিটির লোকজনের কারণে পরীক্ষিতের এই পরিণতি। এর পুরো দায় তাঁদের। তাঁদের নিপীড়নের কারণে এই বয়সের একটি লোক আত্মহননের মতো সিদ্ধান্ত নিলেন। চুরি কেউ করলেও তা ক্ষমা করা যায়। আর অভিযোগ করলেও তা প্রমাণ সাপেক্ষ। এর জন্য দেশে আইন আছে।’

হারুন অর রশিদ বলেন, ‘তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা ও পরীক্ষিত দাসের পরিবারের সদস্যরা বলছেন, প্রায় ১১ বছর পরীক্ষিত কাফরুলের কেন্দ্রীয় মন্দিরে কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন। ১৫ আগস্ট রাত পৌনে ১২টার দিকে একটি ব্যাগ নিয়ে মন্দির থেকে বের হচ্ছিলেন তিনি। ওই ব্যাগে মন্দিরের ফল ছিল। পরে সেগুলো চুরির অভিযোগ তোলেন মন্দিরের সভাপতি বিপ্লব বিজয়ী হালদার, সাংগঠনিক সম্পাদক সুমন সাহা ও দপ্তর সম্পাদক বাদল সরকার। পরদিন সকালে প্রকাশ্যে সালিস বসিয়ে বিচার করার হুমকি দেওয়া হয়।’

ডিবির প্রধান বলেন, একটি সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে পরীক্ষিত দাস মন্দির থেকে বের হচ্ছেন। এ সময় বিপ্লব, সুমন ও বাদল তাঁকে বাধা দেন। তাঁরা হাত নাড়িয়ে কথা বলছেন পরীক্ষিত দাসের সঙ্গে। একপর্যায়ে পরীক্ষিত দাস তাঁদের একজনের দুই পা জড়িয়ে ধরেন। পরে উঠে ওই ব্যক্তিকে বুকে আঁকড়ে ধরেন তিনি। ভিডিওতে স্পষ্ট, তিনি বারবার ক্ষমা চাইছেন। পর্যায়ক্রমে অপর দুজনেরও পা জড়িয়ে ক্ষমা চান। পরে তাঁরা পরীক্ষিত দাসকে রেখে চলে যান। এর পরই তিনি মন্দিরের দ্বিতীয় তলায় ওঠার সিঁড়ির রেলিংয়ের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরদিন সকালে সেখান থেকে তাঁর মরদেহ উদ্ধার করে কাফরুল থানার পুলিশ। 

কেন্দ্রীয় মন্দিরের সাবেক সভাপতি নিথীশ কুমার সাহা বলেন, পরীক্ষিত দাস একজন নিরীহ মানুষ। আত্মমর্যাদা নিয়ে থাকতেন তিনি। ফল চুরির অভিযোগে বিপ্লব, সুমন ও বাদল তাঁকে অপমান-অপদস্থ করেছেন। সালিস বসিয়েও বিচার করার হুমকি দেওয়া হয়েছিল। পরীক্ষিত ফল চুরি করার মতো মানুষ নন বলে দাবি করেন তিনি।

ডিবির মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) মানস কুমার পোদ্দার জানান, তাঁর দল অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত তিন আসামিকেই গ্রেপ্তার করেছে। দুপুরে আত্মহত্যা প্ররোচনার মামলায় তাঁদের আদালতে হাজির করা হবে।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু