হোম > সারা দেশ > ঢাকা

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ দাবিতে শাহবাগ অবরোধ

ঢাবি প্রতিনিধি

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধ করেছেন আন্দোলনকারীরা। আজ শনিবার বেলা ১১টার দিকে জাতীয় জাদুঘরের সামনে মহাসমাবেশ করেন তাঁরা। পরে সন্ধ্যায় মিছিল নিয়ে সচিবালয়ে যান। 

অবরোধের ফলে শাহবাগ ও আশপাশের এলাকায় তীব্র যানজট দেখা দেয়। এতে রাস্তায় বের হওয়া মানুষেরা দুর্ভোগে পড়েন। 

শাহবাগে ঘুরে দেখা যায়, আন্দোলনকারীরা হাতে হাত ধরে মানব ব্যারিকেড তৈরি করে সবগুলো পথ বন্ধ রাখেন। ফলে কাঁটাবন থেকে মৎসভবন ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলামোটর অভিমুখে যান চলাচল ব্যাহত হয়। শাহবাগ মোড় অবরোধের ফলে সাধারণ মানুষ গাড়ি থেকে নেমে হেঁটেই গন্তব্যস্থলের দিকে রওনা হন। 

জামাল হোসেন, একজন ষাটোর্ধ্ব বয়সের লোক হেঁটে যাচ্ছেন কাঁটাবনের দিকে। আজকের পত্রিকার সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘অবরোধের ফলে যানজট তৈরি হয়েছে। আমারতো সায়েন্স ল্যাব পৌঁছাতে হবে।’ 

আব্দুর রহমান নামের একজন যাচ্ছিলেন মতিঝিলের উদ্দেশ্যে। তিনি বলেন, এভাবে দাবি করলেতো হয় না। তাঁদের দাবির ভ্যালিডিটি দেখছি না। তবে আমাদেরতো দুর্ভোগ পোহাতে হচ্ছে।’ 

জাতীয় জাদুঘরের সামনে দুপুরে আয়োজিত মহাসমাবেশে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, শিক্ষক ও গবেষক নুরুজ্জামান হীরা সংহতি প্রকাশ করেন। 

মান্না বলেন, ‘লড়াই আমাদের সবার। পরিবর্তনের জন্য আমরা লড়াই করছি। সরকারি চাকরিতে আবার বয়সসীমা কী? যেকোনো সময় চাকরি পাওয়ার বিষয়ে দেখা দরকার। তবে সরকার স্থিত হতে না পারলে বোধহয় দাবির বিষয়ে বলতে পারবে না।’ 

আন্দোলনকারী রাসেল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ১২ বছর যাবৎ এ আন্দোলন করে আসছি। আমাদের দাবি সরকার শুনছে না। আমরা এখন (সন্ধ্যা) সচিবালয়ে যাচ্ছি। সেখানে উপদেষ্টাদের কাছে দাবি পৌঁছাব। আমাদের কথা না শুনলে আমরা কঠোর কর্মসূচি দিয়ে দাবি মানতে বাধ্য করব।’ 

যানজট ও দুর্ভোগের বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ওসি সাহাব উদ্দিন শাকিল বলেন, ‘দুপুরের দিকে জাদুঘরের সামনে একদল সমাবেশ করে। পরে দেখা যায়, তাঁরা শাহবাগ মোড় অবরোধ করে রাখে। আমরা তাঁদের বোঝানোর চেষ্টা করেছি। জনদুর্ভোগের বিষয়ে বলেছি। তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ রেখে বিকল্প ব্যবস্থার জন্য কাজ করছে।’

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ