হোম > সারা দেশ > ঢাকা

বিশ্ববিদ্যালয়ের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা ৭ কলেজের শিক্ষার্থীদের

ঢাবি প্রতিনিধি

ঢাকা কলেজ ক্যাফেটেরিয়ায় সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা

ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সাত কলেজের শিক্ষার্থীরা। আগামীকাল রোববার ও পরদিন সোমবার দুদিন ক্লাস-পরীক্ষা বর্জন করবেন তাঁরা।

আজ শনিবার বিকেলে ঢাকা কলেজ ক্যাফেটেরিয়ায় এক সংবাদ সম্মেলন এ ঘোষণা দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে সাত কলেজ নিয়ে প্রেস সচিবের বক্তব্য প্রত্যাহার, সংস্কার কমিটি বাতিল, বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠন ও শিক্ষার্থী প্রতিনিধি যুক্ত করার দাবি জানানো হয়।

আন্দোলনের অন্যতম সংগঠক জাকারিয়া বারী সাগর বলেন, ‘আগামী রোববার ও সোমবার সাত কলেজে অভ্যন্তরীণ সকল ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। শিক্ষার্থীরা একাডেমিক কোনো ক্লাস পরীক্ষায় অংশ নেবে না। একই সঙ্গে সাত কলেজের সবগুলো ক্যাম্পাসে দাবির পক্ষে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। এ সময়ের মধ্যে আমরা সংশ্লিষ্ট সব পক্ষের গতিবিধি পর্যবেক্ষণ করব। শিক্ষার্থীদের প্রতিপক্ষ কেউই নয়, তাঁদের প্রতিপক্ষ একটি সিন্ডিকেট। সাত কলেজকে অধিভুক্ত বাতিল করে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গঠন করতে হবে।’

দেশের বিভিন্ন গুণীজন, শিক্ষাবিদ ও শিক্ষার্থীরা চলমান আন্দোলনে সমর্থন করেছেন উল্লেখ করে দেশের সকল স্তরের মানুষের সমর্থন চান বারী।

সংবাদ সম্মেলনে সাত কলেজের প্রতিনিধি, সাত কলেজ সংস্কার আন্দোলনের সংগঠক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন