হোম > সারা দেশ > ঢাকা

এক যুগ ধরে শেখ হাসিনার নামে কোরবানি দিচ্ছেন জাবেদ আলী

প্রতিনিধি, মির্জাপুর (টাঙ্গাইল)

এক যুগ ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে গরু কোরবানি দিয়ে যাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা জাবেদ আলী। তিনি মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের খামারপাড়ার বাসিন্দা। গোড়াই ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের এই সৈনিক জানান, ১/ ১১ এর সময় শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হলে আল্লাহর কাছে মোনাজাত করে বলেন, শেখ হাসিনা কারামুক্ত হয়ে দেশের শাসনভার নিতে পারলে প্রতিবছর ঈদুল আজহায় তাঁর (শেখ হাসিনার) নামে পশু কোরবানি দেবেন। সেই থেকে গত ১২ বছর ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে পশু কোরবানি দিয়ে আসছেন তিনি। এবারও তিনি ৮২ হাজার টাকা দিয়ে মঙ্গলবার দেওহাটা হাট থেকে একটি গরু কিনেছেন। ২১ জুলাই ঈদুল আজহার দিন প্রধানমন্ত্রীর নামে কোরবানি দেবেন ৭ সন্তানের জনক বীর মুক্তিযোদ্ধা জাবেদ আলী।

গোড়াই খামারপাড়া গ্রামের বাবুল শিকদার, একই গ্রামের বাসিন্দা মো. আবুল কাশেম, মো. এমারত হোসেন, বাচ্চু মিয়া, আল শাহরিয়ার মাসুদ ও আমছের মিয়া জানান, মুক্তিযোদ্ধা জাবেদ আলী এক যুগ ধরে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে পশু কোরবানি করছেন।

মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস বলেন, জাবেদ আলী একজন সত্যিকারের মুজিব সৈনিক। তিনি স্পষ্টবাদী ও সব সময় ন্যায়ের পক্ষে থাকেন। তাঁর এই উদ্যোগ প্রশংসনীয় বলে তিনি উল্লেখ করেন।

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক