হোম > সারা দেশ > ঢাকা

ডেমরায় প্রবাসী স্বামীর সঙ্গে ঝগড়ার পর গৃহবধূর আত্মহত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রবাসী স্বামীর সঙ্গে ঝগড়ার পরে রোজি আফসানা রিমা (২৪) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ তুলেছেন স্বজনেরা। আজ শুক্রবার বেলা পৌনে ১টার দিকে ডেমরা পশ্চিম বক্সনগর এসি মসজিদের পাশে চার তলা ভবনের নিচ তলায় এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় স্বজনরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক দুপুর আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন। 

হাসপাতালে রিমার মা আসমা আক্তার অভিযোগ করেন, তারা ডেমরার ওই বাসায় ভাড়া থাকেন। রিমা গৃহিণী ছিল। রিমার স্বামী নয়ন মিয়া গত ৬ মাস আগে দালালের মাধ্যমে সৌদি আরব যায়। কিন্তু সেখানে কোনো কাজ পায় না। এসব বিষয় নিয়ে স্বামী নয়ন রিমাকে কথা শোনাতো। রিমার ঘরে ৯ বছরের এক মেয়ে রয়েছে। 

ঘটনার দিনও স্বামীর সঙ্গে রিমার ঝগড়া হয় উল্লেখ করে তিনি বলেন, ‘রিমার স্বামী নয়ন আজকেও ফোন দিয়ে রিমার সঙ্গে ঝগড়া করে। দুপুর সারে ১২টার দিকে রিমা ঘরের দরজা বন্ধ করে দেয়। অনেকক্ষণ ডাকাডাকির পরও দরজা খোলে না। পরে প্রতিবেশীদের মাধ্যমে দরজা ভেঙে দেখে রিমা ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। দ্রুত তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ 
 
এই বিষয়ে একটি অপমৃত্যুর মামলার হয়েছে বলে জানান ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহিরুল ইসলাম। তিনি বলেন, ‘ঘটনা সম্পর্কে আমরা জানি। মরদেহ ঢাকা মেডিকেলে আছে। এই ঘটনায় একটা অপমৃত্যুর মামলা হয়েছে।’

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট