হোম > সারা দেশ > ঢাকা

ডেমরায় প্রবাসী স্বামীর সঙ্গে ঝগড়ার পর গৃহবধূর আত্মহত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রবাসী স্বামীর সঙ্গে ঝগড়ার পরে রোজি আফসানা রিমা (২৪) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ তুলেছেন স্বজনেরা। আজ শুক্রবার বেলা পৌনে ১টার দিকে ডেমরা পশ্চিম বক্সনগর এসি মসজিদের পাশে চার তলা ভবনের নিচ তলায় এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় স্বজনরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক দুপুর আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন। 

হাসপাতালে রিমার মা আসমা আক্তার অভিযোগ করেন, তারা ডেমরার ওই বাসায় ভাড়া থাকেন। রিমা গৃহিণী ছিল। রিমার স্বামী নয়ন মিয়া গত ৬ মাস আগে দালালের মাধ্যমে সৌদি আরব যায়। কিন্তু সেখানে কোনো কাজ পায় না। এসব বিষয় নিয়ে স্বামী নয়ন রিমাকে কথা শোনাতো। রিমার ঘরে ৯ বছরের এক মেয়ে রয়েছে। 

ঘটনার দিনও স্বামীর সঙ্গে রিমার ঝগড়া হয় উল্লেখ করে তিনি বলেন, ‘রিমার স্বামী নয়ন আজকেও ফোন দিয়ে রিমার সঙ্গে ঝগড়া করে। দুপুর সারে ১২টার দিকে রিমা ঘরের দরজা বন্ধ করে দেয়। অনেকক্ষণ ডাকাডাকির পরও দরজা খোলে না। পরে প্রতিবেশীদের মাধ্যমে দরজা ভেঙে দেখে রিমা ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। দ্রুত তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ 
 
এই বিষয়ে একটি অপমৃত্যুর মামলার হয়েছে বলে জানান ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহিরুল ইসলাম। তিনি বলেন, ‘ঘটনা সম্পর্কে আমরা জানি। মরদেহ ঢাকা মেডিকেলে আছে। এই ঘটনায় একটা অপমৃত্যুর মামলা হয়েছে।’

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন