হোম > সারা দেশ > ঢাকা

অন্যের তথ্য দিয়ে ট্রেনের টিকিটি কেটে বাইরে বেচতেন বুকিং সহকারী

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

টিকিট কালোবাজারির অভিযোগে এবার রাজধানীর বিমানবন্দর থেকে সাথী আক্তার (৩৩) নামের একজন বুকিং সহকারীকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। তিনি রাজধানী ক্যান্টনমেন্ট স্টেশনে কর্মরত।

বিমানবন্দর রেলস্টেশন থেকে আজ বুধবার বেলা ১১টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে টিকিট কালোবাজারির অভিযোগে তিনজন বুকিং সহকারী গ্রেপ্তার হলেন বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।

রেলওয়ে পুলিশের পুলিশ সুপার (এসপি) মো. আনোয়ার হোসেন আজ বিকেলে আজকের পত্রিকাকে বলেন, ‘বিমানবন্দর রেলস্টেশন থেকে ক্যান্টনমেন্ট স্টেশনের বুকিং সহকারী সাথী আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। এ পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।’

তিনি বলেন, ‘সাথী প্রতিদিন স্টেশনে ডিউটিতে আসা মাত্রই নিজের বুকিং আইডি (DAC-004) দিয়ে বিভিন্ন তারিখের, বিভিন্ন গন্তব্যের ট্রেনের টিকিট কেটে নিজের কাছে রেখে দিতেন। ডিউটি শেষে কেটে রাখা টিকিটগুলো কৌশলে লুকিয়ে নিয়ে স্টেশন ত্যাগ করতেন। পরে টিকিটগুলো তাঁর চক্রের সদস্যদের কাছে হস্তান্তর করে লভ্যাংশের টাকা বুঝে নিতেন। এই কাজে তিনি নিজের পকেটের টাকা, টিকিট কালোবাজারি ও দালালদের সরবরাহকৃত অজ্ঞাত নাগরিকদের জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর এবং নিজের বুকিং আইডি ব্যবহার করতেন।’

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এসপি আনোয়ার বলেন, ‘সাথী ও তাঁর সহযোগীরা গোপনীয়তা রক্ষায় মাঝে মধ্যে হোয়াটসঅ্যাপে কথা বলতেন। গভীর রাতে বিমানবন্দর এলাকায় টিকিট ও অর্থের লেনদেন করতেন।’

এ ঘটনা গ্রেপ্তার হওয়া বুকিং সহকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানানা পুলিশের এই কর্মকর্তা।

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল