হোম > সারা দেশ > ঢাকা

অন্যের তথ্য দিয়ে ট্রেনের টিকিটি কেটে বাইরে বেচতেন বুকিং সহকারী

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

টিকিট কালোবাজারির অভিযোগে এবার রাজধানীর বিমানবন্দর থেকে সাথী আক্তার (৩৩) নামের একজন বুকিং সহকারীকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। তিনি রাজধানী ক্যান্টনমেন্ট স্টেশনে কর্মরত।

বিমানবন্দর রেলস্টেশন থেকে আজ বুধবার বেলা ১১টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে টিকিট কালোবাজারির অভিযোগে তিনজন বুকিং সহকারী গ্রেপ্তার হলেন বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।

রেলওয়ে পুলিশের পুলিশ সুপার (এসপি) মো. আনোয়ার হোসেন আজ বিকেলে আজকের পত্রিকাকে বলেন, ‘বিমানবন্দর রেলস্টেশন থেকে ক্যান্টনমেন্ট স্টেশনের বুকিং সহকারী সাথী আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। এ পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।’

তিনি বলেন, ‘সাথী প্রতিদিন স্টেশনে ডিউটিতে আসা মাত্রই নিজের বুকিং আইডি (DAC-004) দিয়ে বিভিন্ন তারিখের, বিভিন্ন গন্তব্যের ট্রেনের টিকিট কেটে নিজের কাছে রেখে দিতেন। ডিউটি শেষে কেটে রাখা টিকিটগুলো কৌশলে লুকিয়ে নিয়ে স্টেশন ত্যাগ করতেন। পরে টিকিটগুলো তাঁর চক্রের সদস্যদের কাছে হস্তান্তর করে লভ্যাংশের টাকা বুঝে নিতেন। এই কাজে তিনি নিজের পকেটের টাকা, টিকিট কালোবাজারি ও দালালদের সরবরাহকৃত অজ্ঞাত নাগরিকদের জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর এবং নিজের বুকিং আইডি ব্যবহার করতেন।’

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এসপি আনোয়ার বলেন, ‘সাথী ও তাঁর সহযোগীরা গোপনীয়তা রক্ষায় মাঝে মধ্যে হোয়াটসঅ্যাপে কথা বলতেন। গভীর রাতে বিমানবন্দর এলাকায় টিকিট ও অর্থের লেনদেন করতেন।’

এ ঘটনা গ্রেপ্তার হওয়া বুকিং সহকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানানা পুলিশের এই কর্মকর্তা।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট