হোম > সারা দেশ > ঢাকা

পদযাত্রা–শোভাযাত্রা আর আন্দোলনে রাজধানীজুড়ে যানজট, নাকাল নগরবাসী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকার রাস্তা অনুপাতে গাড়ির সংখ্যা বেশি হওয়ায় যানজট রাজধানীবাসীর নিত্যসঙ্গী। এর ওপর চলছে বিএনপির সরকার পতনের ‘এক দফা’ আন্দোলনের পদযাত্রা। অন্যদিকে চলছে আওয়ামী লীগের  ‘শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা’। এছাড়া জাতীয় প্রেসক্লাবের সামনে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে আন্দোলন চলমান।

আজ মঙ্গলবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেশের প্রধান দুই রাজনৈতিক দলের পাল্টাপাল্টি কর্মসূচি আর মাধ্যমিক শিক্ষকদের আন্দোলনে শহরজুড়ে ভয়াবহ যানজট তৈরি হয়েছে।

বিএনপির পদযাত্রার কারণে দুপুরের আগে থেকেই মিরপুর ১০ থেকে ফার্মগেট অভিমুখে সব যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। পাশাপাশি ১০ নম্বর গোলচত্বরের সব দিকেই তীব্র যানজট। শেওড়াপাড়া কাজীপাড়া পদযাত্রার ঠিক বিপরীত পাশেও তৈরি হয় যানজট।

ফার্মগটে এলাকায় কথা হয় কলেজ শিক্ষার্থী তৌসিফ আহমেদের সঙ্গে। তিনি বলেন, মিরপুর কাজী পাড়া থেকে বাসে উঠেছেন ফার্মগেটের উদ্দেশে। আগাঁরগাও পর্যন্ত ৫ মিনিটের রাস্তায় সময় লেগেছে প্রায় ৫০ মিনিট। পরে আগাঁরগাও  থেকে হেঁটেই ফার্মগেটে এসেছেন তিনি। 

পদযাত্রার প্রভাব শহরের বিভিন্ন এলাকায় পড়তে দেখা গেছে। আজকের পত্রিকার প্রতিবেদেকেরা জানিয়েছেন, সকাল সোয় ১০টায় হাতির‌ঝিল পু‌লিশ প্লাজা থে‌কে শুরু ক‌রে এফ‌ডি‌সি ঘাট পর্যন্ত প্রায় সব রাস্তায় যানজট ছিল। বেলা সাড়ে ১২টার দিকে তীব্র যানজট ছিল মগবাজার, মৌচাক, শান্তিনগর এলাকায়। 

জানা গেছে, সকাল থেকেই রাজধানী গাবতলী থেকে পদযাত্রা কর্মসূচি শুরু করেছে বিএনপি। বিকেল নাগাদ পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক পর্যন্ত পৌঁছে শেষ হয় এই কর্মসূচি।

অন্যদিকে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রায় যোগ দিতে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট প্রাঙ্গণ অভিমুখে যাচ্ছেন আওয়ামী লীগের নেতা–কর্মীরা। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে সমাবেশ করছেন ক্ষমতাসীনেরা। বিকেলে কর্মসূচি শুরুর কথা থাকলেও দুপুর ১টা থেকেই সমাবেশস্থলে আসতে থাকেন নেতা–কর্মীরা।

প্রেসক্লাবের সামনের সড়ক বন্ধ করে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা আন্দোলন করছেন। ফলে অন্য রাস্তা ব্যবহার করায় অতিরিক্ত গাড়ির চাপে প্রেসক্লাব-পল্টন ও গুলিস্তান এলাকায় ধীর গতিতে চলছে যানবাহন। পুরানা পল্টন এলাকার বাসিন্দা নাজমুল হাসান জানান, তিনি শাহবাগের আজিজ সুপার মার্কেটের একটি দোকানে কাজ করেন, আন্দোলনের কারণে রাস্তা বন্ধ হয়ে গেছে। এতে ঘণ্টার পর ঘণ্টা আটকা পড়েছে যানবাহন। ফলে বাসা থেকে শাহবাগ পর্যন্ত পুরো পথটা হাঁটতে হয়েছে।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট