হোম > সারা দেশ > রাজবাড়ী

পদ্মার এক বাগাইড় বিক্রি হলো ৩৫ হাজার টাকায়

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে জেলের জালে আটকা পড়া পদ্মা নদীর বাগাইড়। ছবি: আজকের পত্রিকা

রাজবাড়ীতে জেলের জালে আটকা পড়া পদ্মা নদীর এক বাগাইড় বিক্রি হয়েছে ৩৫ হাজার টাকায়। আজ সোমবার সকালে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় জেলে আক্কাছ শেখের জালে মাছটি ধরা পড়ে।

জেলে আক্কাছ শেখ বলেন, ‘ভোরে নদীতে মাছ ধরতে যাই। ফেরিঘাট এলাকায় জাল ফেললে বড় একটি বাগাইড় মাছ জালে আটকা পড়ে। মাছটি দৌলতদিয়া মৎস্য আড়তে গিয়ে ওজন দিয়ে দেখি ২২ কেজি। সেখানে উন্মুক্ত নিলামে ১ হাজার ৪০০ টাকা কেজি দরে মোট ৩০ হাজার ৮০০ টাকায় মাছটি বিক্রি করা হয়।’

স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, মাছটি কেনার পর ফেরিঘাটের পন্টুনের সঙ্গে বেঁধে রাখা হয়েছিল। পরে মোবাইল ফোনে বিভিন্ন জায়গায় যোগাযোগ করে ১ হাজার ৬০০ টাকা কেজি দরে ৩৫ হাজার ২০০ টাকায় ঢাকার এক ব্যবসায়ীর কাছে মাছটি বিক্রি করা হয়েছে।’

জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, পদ্মা নদীর পানি বাড়ছে। যে কারণে বড় আকৃতির মাছগুলো খাদ্যের সন্ধানে বেড় হওয়ায় জেলেদের জালে আটকা পড়ছে। জেলেদের জালে মাঝেমধ্যে বড় বড় রুই, পাঙাশ, বোয়াল, বাগাইড়সহ বিভিন্ন মাছ ধরা পড়ছে।’

‘মার্চ ফর ইনসাফ’ চালিয়ে যাবে ইনকিলাব মঞ্চ

মাদুরোর মুক্তির দাবিতে মার্কিন দূতাবাস ঘেরাওয়ের ডাক গণতান্ত্রিক যুক্তফ্রন্টের

জীবন বাঁচাতে ডোবায় ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হয়নি খোকনের

উড়ালসড়কে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

বসুন্ধরায় আইনজীবী হত্যার প্রতিবাদে মানববন্ধন

শীতের সকালে গুলশানের মাদ্রাসায় নারীকে খুঁটিতে বেঁধে পানি ঢেলে নির্যাতন

সেই আবেদ আলীর সহযোগী জাকারিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও সচিবালয় এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ

বিএনপির প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমাণ ৩২ কোটি, মামলা রয়েছে ৭৩টি

পেঁপে ভাজি খাইয়ে অজ্ঞান করে বাসায় চুরি, রাজধানীতে গৃহকর্মীসহ গ্রেপ্তার ২