হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় গৃহবধূর মৃত্যু

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর মুগদাতে রাস্তা পারাপারের সময় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় সুমী আক্তার (২৫) নামে গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সারে ৯টার দিকে মুগদা—মানিকনগর ওয়াসা রোডে রাস্তা পারাপারের সময় এ ঘটনা ঘটে। গুরুতর আহত সুমীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে রাত দেড়টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

নিহতের প্রতিবেশী মেজবাহ উদ্দিন জানান, সুমী গৃহিণী ছিলেন। পাশাপাশি টিউশনি করতেন। মানিকনগর ওয়াসা রোডে স্বামী মাহফুজ রহমানকে নিয়ে থাকতেন সুমী। তাঁর বাবার নাম সাজু মিয়া।

মেজবাহ উদ্দিন আরও বলেন, টিউশনি শেষে বাসায় ফিরছিলেন সুমী। বাসার কিছুটা দূরে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় গুরুতর আহত হন তিনি। তাঁকে উদ্ধার করে প্রথমে মুগদা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে স্বজনরা ওই নারীকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

‘মার্চ ফর ইনসাফ’ চালিয়ে যাবে ইনকিলাব মঞ্চ

মাদুরোর মুক্তির দাবিতে মার্কিন দূতাবাস ঘেরাওয়ের ডাক গণতান্ত্রিক যুক্তফ্রন্টের

জীবন বাঁচাতে ডোবায় ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হয়নি খোকনের

উড়ালসড়কে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

বসুন্ধরায় আইনজীবী হত্যার প্রতিবাদে মানববন্ধন

শীতের সকালে গুলশানের মাদ্রাসায় নারীকে খুঁটিতে বেঁধে পানি ঢেলে নির্যাতন

সেই আবেদ আলীর সহযোগী জাকারিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও সচিবালয় এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ

বিএনপির প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমাণ ৩২ কোটি, মামলা রয়েছে ৭৩টি

পেঁপে ভাজি খাইয়ে অজ্ঞান করে বাসায় চুরি, রাজধানীতে গৃহকর্মীসহ গ্রেপ্তার ২