হোম > সারা দেশ > ঢাকা

‘হেলিকপ্টারে শেখ হাসিনা পালিয়েছে, আমি ফিরেছি’

ফরিদপুর প্রতিনিধি

আওয়ামী লীগ সরকার পতনের প্রেক্ষাপটে ১০ বছর পর হেলিকপ্টারে ফরিদপুরে নিজ জন্মভূমিতে ফিরেছেন যুক্তরাষ্ট্রের ওহাইও শাখা বিএনপির আহ্বায়ক হাসিবুল হাসান হাবিব। ছবি: আজকের পত্রিকা

আওয়ামী লীগের নির্যাতনে ও ভয়ে দেড় যুগ আগে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান বিএনপির নেতা হাসিবুল হাসান হাবিব। এর মধ্যে ১০ বছর আগে এলাকায় এলেও কিছুদিনের মধ্যেই বাধ্য হয়ে চলে যেতে হয়েছে। এরপর গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতন হওয়ায় আনন্দঘন পরিবেশে হেলিকপ্টারে করে নিজ জন্মভূমির মাটিতে পৌঁছেছেন তিনি।

আজ সোমবার বেলা ৩টা ১৩ মিনিটে হেলিকপ্টারে করে ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের গৌড়দিয়া ফুটবল মাঠে অবতরণ করেন হাবিব। তিনি ওই ইউনিয়নের গৌড়দিয়ার পাশের সলিয়া গ্রামের বাসিন্দা এবং যুক্তরাষ্ট্রের ওহাইও বিএনপির আহ্বায়ক।

হাবিবকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মী ও এলাকাবাসী। পরে প্রায় এক কিলোমিটার পথ হেঁটে মিছিলসহ নিজ বাড়িতে পৌঁছান বিএনপির এই নেতা।

দীর্ঘদিন পর দেশের মাটিতে পা রাখার পর এই নেতা বলেন, ‘দীর্ঘ ১৭ বছর স্বৈরাচারী ডাইনি হাসিনার কবলে আমরা অনেকে নির্যাতিত। এই ইন্ডিয়ান তাঁবেদারি আমাদের নিষ্পেষিত করে রেখেছিল। আমরা সেই বন্দিশালা থেকে মুক্তি পেয়েছি। এই শেখ হাসিনা না পালালে আমার প্রিয় জন্মভূমিতে আসা সম্ভব ছিল না।’

হাবিব বলেন, ‘আপনারা জানেন, শেখ হাসিনা হেলিকপ্টারে করে পালিয়ে গেছে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আমরা দিনের বেলাতেই হেলিকপ্টারে করে আমার মাতৃভূমিতে পা রেখেছি। আমি অনেক নির্যাতন ও হয়রানির শিকার হয়েছি। আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমার অনেক জমি দখল করে নিয়ে গেছে।’

হাসিবুল হাসান হাবিব উপস্থিত সবার উদ্দেশে বলেন, ‘আমি কারও প্রতিদ্বন্দ্বী হতে আসিনি। কারণ, আমি কোনো দিন নির্বাচন করব না। কিন্তু রাজনীতি আর নির্বাচন এক নয়। আমি সবার পাশে থাকতে চাই এবং দলকে সুসংগঠিত করতে চাই।’

শহীদ জিয়ার কবরের পূর্বপাশেই খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন