হোম > সারা দেশ > ঢাকা

বৃষ্টি উপেক্ষা করে জাবি শিক্ষার্থীদের বিক্ষোভ, ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ

সাভার (ঢাকা) প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষক-শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন। বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে মিছিল নিয়ে তাঁরা মূল ফটক দিয়ে বের হয়ে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেন।

আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেন। এর আগে দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদ ভবনসংলগ্ন মহুয়া মঞ্চের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। তাঁদের মিছিলে যোগ দেন কয়েকজন শিক্ষকও।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ মিছিল করেন তাঁরা। এ সময় ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়, ’ ‘জ্বালোরে জ্বালো, আগুন জ্বালো’সহ নানা স্লোগান দিতে দেখা গেছে আন্দোলনকারীদের।

এর আগে বেলা ১১টায় জাবির প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়েছিলেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। সেখানে প্রশাসনকে হল খুলে দিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন তাঁরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবি সমন্বয়ক আব্দুর রশিদ জিতু বলেন, ‘২৪ ঘণ্টার মধ্যে হল খুলে দেওয়া না হলে আমরা কঠোর থেকে কঠোরতর আন্দোলনে যাব।’

বেলা ১টা ৪৫ মিনিটের দিকে বৃষ্টির মধ্যেই মিছিল নিয়ে ঢাকা-আরিচা মহাসড়ক ধরে ডেইরি গেট (মূল ফটক) থেকে প্রান্তিক গেটের দিকে এগিয়ে যান। পরে ২টার দিকে প্রান্তিক গেট দিয়ে ক্যাম্পাসের ভেতর ঢোকেন শিক্ষার্থীরা। 

অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকায় সতর্ক অবস্থানে দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ