হোম > সারা দেশ > ঢাকা

‘পুলিশের ভয়ে নেতা-কর্মীরা এলাকায় থাকতে পারছে না, অবরোধ সফল করব কীভাবে’

নিজস্ব প্রতিবেদক, সাভার

বিএনপি ও জামায়াতের ডাকা অবরোধের প্রথম দিনে ঢাকার সাভারে তাদের নেতা-কর্মীদের রাস্তায় দেখা যায়নি। তবে আওয়ামী লীগ, যুবলীগ ও হকার্স লীগের নেতা-কর্মীরা ঢাকা-আরিচা মহাসড়কে মিছিল করেছে। তবে বেলা বাড়ার সঙ্গে বন্ধ হয়েছে দূরপাল্লার পরিবহন চলাচল, বন্ধ রয়েছে সব ধরনের ডাক যোগাযোগ। 

আজ মঙ্গলবার ভোরের দিকে মহাসড়কে দূরপাল্লার যানবাহন চলাচল করতে দেখা গেলেও সকাল ৮টার পর থেকে দূরপাল্লার আর কোনো যানবাহন চলাচল করেনি। 

অবরোধ ডেকে মাঠে না থাকা প্রসঙ্গে সাভার থানা-বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা মামলায় জর্জরিত। গত এক সপ্তাহে আমাদের নেতা-কর্মীদের নামে চারটি মামলা হয়েছে। পুলিশ নেতা-কর্মীদের বাড়ি বাড়ি হানা দিচ্ছে। পুলিশের ভয়ে নেতা-কর্মীরা এলাকায় থাকতে পারছেন না। এ অবস্থায় অবরোধ সফল করব কীভাবে।’ 

সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপদ চন্দ্র সাহা বলেন, ‘পরিস্থিতি পুলিশের অনুকূলে রয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহন চলাচল অনেকটাই স্বাভাবিক। তবে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে।’ 

এদিকে অবরোধের কারণে সাভার, ধামরাই ও মানিকগঞ্জে ঢাকা থেকে কোনো ডাক আসেনি। সাভার উপজেলা পোস্টমাস্টার শামীমা সুলতানা বলেন, ‘অবরোধের কারণে আগামী তিন দিন ডাক বহনকারী যান চলাচল বন্ধ থাকবে। এ কারণে ঢাকা থেকে কোনো চিঠিপত্র বা অন্য কোনো পণ্যসামগ্রী সাভারে আসবে না। একই কারণে সাভার থেকেও কোনো চিঠি বা অন্য কোনো ডকুমেন্ট ঢাকা বা দেশের অন্য কোথাও পাঠানো সম্ভব হবে না।’ 

অন্যদিকে সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে ঢাকার মহাসড়ক ঘুরে ঢাকা-আরিচা ও ঢাকা-আশুলিয়ার মধ্যে স্থানীয় বিভিন্ন পরিবহনের অল্পসংখ্যক বাস চলাচল করতে দেখা গেছে। পাশাপাশি সিএনজিচালিত অটোরিকশা, ইজিবাইক ও রিকশা চলাচল করছে। এসব যানবাহনের চালকদের বিরুদ্ধে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে। 

অসুস্থ বাবাকে দেখার জন্য ঢাকা থেকে রাজবাড়ী যাচ্ছিলেন ফল ব্যবসায়ী আরিফুর রহমান। তিনি সরাসরি বাস না পেয়ে গাবতলী থেকে সিএনজিচালিত অটো রিকশা করে সাভার আসেন। এরপর সেলফি পরিবহনের একটি বাসে সাভার থেকে পাটুরিয়ার উদ্দেশে রওনা হন। 
 
বাসে ওঠার আগে সাভার বাসস্ট্যান্ড এলাকায় তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বাস না পেয়ে ৫০০ টাকা দিয়ে সিএনজিচালিত অটোরিকশায় সাভার পর্যন্ত এসেছি। সাভার এসে বাস পেয়ে অটোরিকশা ছেড়ে দিয়েছি। এভাবে বিপদে ফেলে যাঁরা বেশি ভাড়া আদায় করেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার।’

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের স্ত্রীসহ আরও তিনজন গ্রেপ্তার

ওসমান হাদির শারীরিক অবস্থার উন্নতি নেই

সুপ্রিম কোর্টের এজলাসে আইনজীবী ছাড়া প্রবেশ সীমিত

‘কুকুরের বাচ্চা হত্যার বিচার হয় অথচ নিষ্পাপ শিশু হত্যার বিচার নেই’

বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে, জিজ্ঞাসাবাদ হবে

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা