হোম > সারা দেশ > ঢাকা

শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

আজকের পত্রিকা ডেস্ক­

প্রতীকী ছবি

দ্বিতীয় শ্রেণীর স্কুলছাত্রীকে ধর্ষণের দায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। কারাদণ্ডের পাশাপাশি তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যথায় তাঁকে আরও ৩ মাস কারাদণ্ড ভোগ করতে হবে।

আজ মঙ্গলবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক সবেরা সুলতানা খানম এই রায় ঘোষণা করেন।

দণ্ডিত যুবক নরসিংদী জেলার বেলাবো থানার হাড়িসাংগা গ্রামের মৃত মজিবর হোসেনের ছেলে বিল্লাল (২৭)। রায় ঘোষণার সময় আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায়ের পর সাজা পরোয়ানাসহ থাকে কারাগারে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের পিপি আবুল কালাম আজাদ ও এপিপি শামসুজ্জামান দিপু রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, মামলার বাদী বনানীর কড়াইল বস্তিতে পরিবার নিয়ে বাস করতেন। বাদীর মেয়ে কড়াইলের একটি স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রি (১০) ছিল। ওই শিশু শিক্ষার্থী ২০১৯ সালের ১১ অক্টোবর সকালে মাঠে খেলার জন্য বের হয়। এ সময় শিশুটিকে ধর্ষণ করেন বিল্লাল। শিশুটি বাসায় এসে ঘটনা জানালে শিশুর বাবা বাদী হয়ে ঘটনার দিনে বনানী থানায় মামলা করেন।

পরে এই মামলার তদন্ত শেষে অভিযোগপত্র জমা দেওয়ার পর ট্রাইব্যুনাল ২০২১ সালের ১৮ ফেব্রুয়ারি অভিযোগ গঠন করেন এবং বিচার চলাকালে ৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন।

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১