হোম > সারা দেশ > ঢাকা

শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

আজকের পত্রিকা ডেস্ক­

প্রতীকী ছবি

দ্বিতীয় শ্রেণীর স্কুলছাত্রীকে ধর্ষণের দায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। কারাদণ্ডের পাশাপাশি তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যথায় তাঁকে আরও ৩ মাস কারাদণ্ড ভোগ করতে হবে।

আজ মঙ্গলবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক সবেরা সুলতানা খানম এই রায় ঘোষণা করেন।

দণ্ডিত যুবক নরসিংদী জেলার বেলাবো থানার হাড়িসাংগা গ্রামের মৃত মজিবর হোসেনের ছেলে বিল্লাল (২৭)। রায় ঘোষণার সময় আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায়ের পর সাজা পরোয়ানাসহ থাকে কারাগারে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের পিপি আবুল কালাম আজাদ ও এপিপি শামসুজ্জামান দিপু রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, মামলার বাদী বনানীর কড়াইল বস্তিতে পরিবার নিয়ে বাস করতেন। বাদীর মেয়ে কড়াইলের একটি স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রি (১০) ছিল। ওই শিশু শিক্ষার্থী ২০১৯ সালের ১১ অক্টোবর সকালে মাঠে খেলার জন্য বের হয়। এ সময় শিশুটিকে ধর্ষণ করেন বিল্লাল। শিশুটি বাসায় এসে ঘটনা জানালে শিশুর বাবা বাদী হয়ে ঘটনার দিনে বনানী থানায় মামলা করেন।

পরে এই মামলার তদন্ত শেষে অভিযোগপত্র জমা দেওয়ার পর ট্রাইব্যুনাল ২০২১ সালের ১৮ ফেব্রুয়ারি অভিযোগ গঠন করেন এবং বিচার চলাকালে ৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন