হোম > সারা দেশ > ঢাকা

শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

আজকের পত্রিকা ডেস্ক­

প্রতীকী ছবি

দ্বিতীয় শ্রেণীর স্কুলছাত্রীকে ধর্ষণের দায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। কারাদণ্ডের পাশাপাশি তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যথায় তাঁকে আরও ৩ মাস কারাদণ্ড ভোগ করতে হবে।

আজ মঙ্গলবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক সবেরা সুলতানা খানম এই রায় ঘোষণা করেন।

দণ্ডিত যুবক নরসিংদী জেলার বেলাবো থানার হাড়িসাংগা গ্রামের মৃত মজিবর হোসেনের ছেলে বিল্লাল (২৭)। রায় ঘোষণার সময় আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায়ের পর সাজা পরোয়ানাসহ থাকে কারাগারে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের পিপি আবুল কালাম আজাদ ও এপিপি শামসুজ্জামান দিপু রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, মামলার বাদী বনানীর কড়াইল বস্তিতে পরিবার নিয়ে বাস করতেন। বাদীর মেয়ে কড়াইলের একটি স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রি (১০) ছিল। ওই শিশু শিক্ষার্থী ২০১৯ সালের ১১ অক্টোবর সকালে মাঠে খেলার জন্য বের হয়। এ সময় শিশুটিকে ধর্ষণ করেন বিল্লাল। শিশুটি বাসায় এসে ঘটনা জানালে শিশুর বাবা বাদী হয়ে ঘটনার দিনে বনানী থানায় মামলা করেন।

পরে এই মামলার তদন্ত শেষে অভিযোগপত্র জমা দেওয়ার পর ট্রাইব্যুনাল ২০২১ সালের ১৮ ফেব্রুয়ারি অভিযোগ গঠন করেন এবং বিচার চলাকালে ৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন।

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে