হোম > সারা দেশ > ঢাকা

সিএনজি অটোরিকশার জমা বৃদ্ধি নিয়ে মালিক-চালকদের পাল্টাপাল্টি কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মালিকপক্ষ সরকার নির্ধারিত জমার চাইতে অধিক জমা আদায় করার কারণে মিটারে সিএনজি অটোরিকশা চালানো সম্ভব হচ্ছে না। এ কারণে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করতে হয় বলে দাবি করেছেন সিএনজি চালিত অটোরিকশার চালকেরা। অন্যদিকে মালিকেরা বলছেন, বর্তমান বাজারে সিএনজি অটোরিকশার যন্ত্রাংশসহ সরকারি ভ্যাট-ট্যাক্স বেড়ে যাওয়ায় সরকার নির্ধারিত ৯০০ টাকা জমা রাখা সম্ভব নয়। এরই মধ্যে দৈনিক জমার পরিমাণ বৃদ্ধির বিষয়ে বিআরটিএকে জানালেও এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের ভেতরে ও বাইরে মালিক-চালকদের পাল্টাপাল্টি কর্মসূচিতে তারা এসব কথা বলেন। 

প্রেসক্লাবের সামনের কর্মসূচি থেকে ঢাকা জেলা সিএনজি অটোরিকশা, মিশুক চালক ও শ্রমিক ইউনিয়নের নেতা সাখাওয়াত হোসেন বলেন, ‘সিএনজি চালক নয়, বরং মালিকদের কাছে ঢাকার ১ কোটি যাত্রী জিম্মি। বিআরটিএ কর্তৃপক্ষের একতরফা নির্দেশ অনুযায়ী এ ক্ষুদ্র যানটির দৈনিক জমা ৯০০ টাকা করা হয়েছে। মালিকেরা এর চেয়েও অধিক হারে জমা নিয়ে থাকেন। অনেক ক্ষেত্রে গাড়ির গ্যারেজ ভাড়াও দিতে হয় চালককে।’ 

অপরদিকে প্রেসক্লাবের ভেতরে জমা বৃদ্ধির দাবিতে সংবাদ সম্মেলন করে ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা মালিক সমিতি ঐক্য পরিষদ। সরকার নির্ধারিত সিএনজি জমার অতিরিক্ত আদায়ের বিষয়ে সমিতির সভাপতি মো. বরকত উল্লাহ বুলু বলেন, ‘সরকার সিএনজির জমা নির্ধারণ করেছিল ২০১৫ সালে। এর মাঝে কয়েক দফা সিএনজি গ্যাসের দাম ও যন্ত্রাংশের দাম বৃদ্ধিসহ সরকারি ভ্যাট ট্যাক্স বৃদ্ধি পেয়েছে। এই অবস্থায় আমাদের পক্ষে দৈনিক জমা ৯০০ টাকা নেওয়া সম্ভব হচ্ছে না।’ 

তিনি আরও বলেন, ‘২০১৮ সালে আমরা মন্ত্রণালয়ের জানিয়েছি জমা বৃদ্ধির জন্য। সেখান থেকে বিআরটিএর কাছে পাঠিয়েছে সিএনজি জমা সমন্বয় করার জন্য। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এখন পর্যন্ত তারা এ বিষয়ে কোনো প্রকার পদক্ষেপ নেয়নি।’ 

সংবাদ সম্মেলনে ঢাকা জেলা, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার ব্যক্তিগত সিএনজি অটোরিকশা ঢাকা মহানগরে চলাচল বন্ধসহ দৈনিক জমা ও চালকের মিটারের ভাড়া বৃদ্ধি করার দাবি জানান মো. বরকত উল্লাহ বুলু।

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড