হোম > সারা দেশ > ঢাকা

ঝাড়ু বিক্রেতার গাভি বিক্রি করে টাকা ভাগাভাগি: বিএনপির নেতা-কর্মীর নামে মামলা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

বিএনপি নেতা মো. বাবলু সরকার। ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে ঝাড়ু বিক্রেতাকে মিথ্যা অপবাদ দিয়ে তুলে নিয়ে নির্যাতন ও গাভি বিক্রি করে দেওয়ার ঘটনায় সেই বিএনপি নেতা মো. বাবলু সরকারসহ সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল রোববার রাতে ভুক্তভোগী জাহাম্মদ আলী মুন্সি শ্রীপুর থানায় এই মামলা করেন।

আজ সোমবার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল।

মামলার আসামিরা হলেন কাওরাইদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বাবলু সরকার, কাওরাইদ ইউনিয়ন বিএনপির সদস্য মো. কামরুল সরকার, ওসমান, মো. রমজান মিয়া, মো. ইব্রাহিম, আওয়াল ফকির ও মো. জাহাঙ্গীর।

জয়নাল আবেদীন মণ্ডল জানান, ঝাড়ু বিক্রেতাকে মিথ্যা অপবাদ দিয়ে সালিসে ডেকে এনে তাঁর একমাত্র সম্বল গাভি বিক্রি করে টাকা ভাগাভাগি করে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। পুলিশ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছে।

জানা গেছে, গত ২৭ অক্টোবর রাতে সালিসের নামে জাহাম্মদ আলী মুন্সির গোয়াল থেকে একটি গাভি নিয়ে বিক্রি করে দেন বিএনপি নেতা বাবলু সরকার। বিষয়টি গত শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আজকের পত্রিকাসহ একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। একপর্যায়ে শনিবার দিবাগত রাতে গাভি বিক্রির ৩০ হাজার টাকা ফেরত দেন বাবলু সরকার।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট