হোম > সারা দেশ > ঢাকা

বর্তমান প্রক্রিয়ায় নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়: সাবেক সিইসি রউফ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সরকার শত চেষ্টা করলেও বর্তমান প্রক্রিয়ায় একটি নিরপেক্ষ নির্বাচন করতে পারবে না বলে মন্তব্য করেছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ। 

বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল আয়োজিত ‘ডেমোক্রেসি, হিউম্যান রাইটস অ্যান্ড দ্য রুল অব ল ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি। 

মোহাম্মদ আবদুর রউফ বলেন, ‘বর্তমান প্রসেস যদি থাকে, তাহলে শত চেষ্টা করলেও একটা নিউট্রাল নির্বাচন করতে পারবে না সরকার। গত ১৪-১৫ বছরের সরকারি কর্মকর্তা যাঁরা চাকরিতে ছিলেন, তাঁরা কি পলিটিক্যাল পার্টির ফেবার নেননি? সরকারি চাকরিজীবীরা জানেন, আজকে যদি আরেকটা সরকার আসে, তাহলে প্রথমে তার চাকরিটা নিয়ে টানাটানি করবে। ভালো ছাত্ররাই পরীক্ষা দিয়ে ক্যাডার সার্ভিসে যায়। ফাউন্ডেশন ট্রেনিংয়ে দুই মাস অনেক কিছু শেখানো হয়। সবকিছু বোঝানোর শেষের দিকে একটা লেকচার দেওয়া হয়। এই দুই মাসে যা শিখেছো, এর বাইরে মূল কথা হলো, বস কী চায় সেভাবে করতে হবে। এতেই তার বিদ্যা শেষ হয়ে যায়। ওই ছাত্র যা শিখে এসেছে আর যা শিখেছে, তার সবকিছু এখানে গোল্লায় যায়। এটি হচ্ছে ব্রিটিশদের দেওয়া পিরামিড অ্যাডমিনিস্ট্রেশন।’ 

আবদুর রউফ আরো বলেন, ‘বাংলাদেশের সংবিধানে দুটি জিনিস ঢোকানো হয়েছে এবং কেন ঢোকানো হয়েছে তা আমরা এখনো জানি না। দুটি জিনিস হচ্ছে গণতন্ত্র ও সমাজতন্ত্র। এগুলো তেল ও পানির মতো, যা একে অপরের সঙ্গে মেশে না। যাঁরা কনস্টিটিউশন ঢুকিয়েছেন, তাঁরাই বলতে পারবেন কেন এটি সেখানে ঢুকিয়েছেন। যাঁরা কনস্টিটিউশন ক্লেম করেছিলেন, তাঁদের মাথায় এটি এলেও তাঁরা বেকায়দায় পড়ে এটি করেছেন।’

সাবেক প্রধান নির্বাচন কমিশনার আক্ষেপ করে বলেন, ‘আইডি কার্ডের সিস্টেমটা আমি করেছিলাম। কিন্তু বর্তমান ইলেকশন কমিশনে আমার সময়কার কোনো রেকর্ড-পত্র নেই।’

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সভাপতি ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার, অ্যাডভোকেট ড. মো. গোলাম রহমান ভুঁইয়াসহ অন্যরা।

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ