ইংরেজি নববর্ষের প্রথম প্রহরে রাজধানীর অন্তত সাতটি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা এরশাদ হোসেন আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিউটি অফিসার জানান, রাজধানীর যাত্রাবাড়ী, ডেমরা, লালবাগ, মোহাম্মদ, সুত্রাপুর, তেজগাঁও, উত্তরা থেকে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। যাত্রাবাড়ীর আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। সেখানে ২টি ইউনিট পাঠানো হয়েছিল। ফানুস থেকেই এই আবাসিক ভবনে আগুন লাগে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
তবে রাজধানীর বিভিন্ন জায়গায় আগুন লাগার কারণ এখনো বিস্তারিতভাবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়নি।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা এরশাদ হোসেন বলেন, বিভিন্ন স্থানে আগুন লাগার খবর পেয়েছি আমরা। এরমধ্যে সুনির্দিষ্ট করে বলতে গেলে যাত্রাবাড়ীতে বড় আগুন লাগার খবর পেয়েছি আমরা। তবে সেটি নিয়ন্ত্রণে এসেছে। আর ঢাকার আশেপাশে যেসব আগুন লেগেছিল এখন সবগুলো আগুন নিয়ন্ত্রণে আছে তেমন কোনো সমস্যা নাই।