হোম > সারা দেশ > ঢাকা

সিআরপির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (সিআরপি) বা পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র আজ সোমবার ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করেছে। 

সংস্থাটি একইসঙ্গে ঢাকার সাভরের সিআরপির প্রধান কার্যালয়ে ৩২তম আন্তর্জাতিক ও ২৫তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদ্‌যাপনেরও আয়োজন করে। 

অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে সিআরপির এই সুদীর্ঘ পথচলায় পাশে থাকার জন্য সকল দাতা সংস্থা, সহযোগী প্রতিষ্ঠান এবং ব্যক্তিবর্গকে ধন্যবাদ জ্ঞাপন করেন সিআরপির প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক ভ্যালেরি অ্যান টেইলর। 

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত বিএসআরএম এর ডেপুটি ম্যানেজার (সেলস) মো. মিজানুর রহমান বলেন, ‘সুবিধাবঞ্চিত-প্রতিবন্ধী ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসনে সিআরপির মহতী উদ্যোগের অংশীদার হতে পেরে আমি গর্বিত।’ 

সমাপনী বক্তব্যে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্‌যাপন স্বল্প পরিসরে হলেও সবাইকে সঙ্গে নিয়ে বৃহৎ পরিসরে সিআরপির ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনের আশাবাদ ব্যক্ত করেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ সোহরাব হোসেন। এ ছাড়াও সিআরপির শিক্ষার্থী ও কর্মকর্তারা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

জানা গেছে, ১৯৭৯ সালে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালের দুটি পরিত্যক্ত গুদামঘরে ৩-৪ জন রোগী নিয়ে যাত্রা শুরু করা সিআরপি বর্তমানে সারা দেশে ১২টি শাখায় কার্যক্রম পরিচালনা করছে। বছরে এখান থেকে সেবা নিতে পারেন প্রায় ৮০ হাজার রোগী।

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা