হোম > সারা দেশ > ঢাকা

সিআরপির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (সিআরপি) বা পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র আজ সোমবার ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করেছে। 

সংস্থাটি একইসঙ্গে ঢাকার সাভরের সিআরপির প্রধান কার্যালয়ে ৩২তম আন্তর্জাতিক ও ২৫তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদ্‌যাপনেরও আয়োজন করে। 

অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে সিআরপির এই সুদীর্ঘ পথচলায় পাশে থাকার জন্য সকল দাতা সংস্থা, সহযোগী প্রতিষ্ঠান এবং ব্যক্তিবর্গকে ধন্যবাদ জ্ঞাপন করেন সিআরপির প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক ভ্যালেরি অ্যান টেইলর। 

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত বিএসআরএম এর ডেপুটি ম্যানেজার (সেলস) মো. মিজানুর রহমান বলেন, ‘সুবিধাবঞ্চিত-প্রতিবন্ধী ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসনে সিআরপির মহতী উদ্যোগের অংশীদার হতে পেরে আমি গর্বিত।’ 

সমাপনী বক্তব্যে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্‌যাপন স্বল্প পরিসরে হলেও সবাইকে সঙ্গে নিয়ে বৃহৎ পরিসরে সিআরপির ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনের আশাবাদ ব্যক্ত করেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ সোহরাব হোসেন। এ ছাড়াও সিআরপির শিক্ষার্থী ও কর্মকর্তারা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

জানা গেছে, ১৯৭৯ সালে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালের দুটি পরিত্যক্ত গুদামঘরে ৩-৪ জন রোগী নিয়ে যাত্রা শুরু করা সিআরপি বর্তমানে সারা দেশে ১২টি শাখায় কার্যক্রম পরিচালনা করছে। বছরে এখান থেকে সেবা নিতে পারেন প্রায় ৮০ হাজার রোগী।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির