নিজস্ব প্রতিবেদক, সাভার
ঢাকার আশুলিয়ায় কয়েকটি পোশাক কারখানা ও একটি কাপড়ের গুদামে আগুন দিয়েছে আন্দোলনকারীরা। এ সময় ফায়ার সার্ভিসের পানিবাহী গাড়িতে হামলা ও ভাঙচুর চালায় তারা। আজ রোববার আশুলিয়ায় জিরানী এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ঢাকার কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকা বলেন, ‘আন্দোলনকারীরা আজ বিকেলে আশুলিয়ার জিরানী এলাকার সিনহা টেক্সটাইল ও বেক্সিমকো সিনথেটিকসে আগুন দেয়। খবর পেয়ে আমরা গাড়ি পাঠিয়ে ছিলাম, কিন্তু গাড়ি যেতে পারেনি। সিনহা টেক্সটাইলের অদূরে গাড়ি ভাঙচুর করেছে আন্দোলনকারীরা।’