হোম > সারা দেশ > ঢাকা

সাধন-নারায়ণ-জাহাংগীর -আগারওয়াল-সৈকত আরও মামলায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাংগীর আলম, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়াল ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ সৈকতকে আরও মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বৃহস্পতিবার ভিন্ন ভিন্ন আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম হায়দার আলী তাঁদের গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।

সকালে প্রত্যেককে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তারা পৃথকভাবে প্রত্যেককে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

প্রধান মহানগর হাকিম আদালতের প্রসিকিউশন কার্যালয় সূত্রে জানা যায়, সাধন চন্দ্র মজুমদারকে পল্টন থানার বিএনপি কর্মী মকবুল হত্যা মামলা ও মোহাম্মদপুর থানায় দায়ের করা ইমরুল কায়েস ফয়সালকে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্রকে পল্টন থানায় দায়ের করা বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায়, সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাংগীর  আলমকে মোহাম্মদপুর থানায় দায়ের করা ইমরুল কায়েস ফয়সাল হত্যার চেষ্টা মামলায়, ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগারওয়ালকে পল্টন থানায় দায়ের করা যুবদল নেতা শামীম হত্যা মামলায় ও ঢাবির ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ সৈকতকে পল্টন থানায় দায়ের করা ঢাকা কলেজের ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ইয়াসিন আরাফাতকে হত্যার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

গ্রেপ্তার দেখানোর আবেদনে তদন্ত কর্মকর্তারা উল্লেখ করেছেন, প্রত্যেকের বিরুদ্ধে অভিযোগ প্রাথমিক তদন্তে প্রমাণিত হচ্ছে। ভবিষ্যতে তদন্তের স্বার্থে প্রত্যেককে রিমান্ডে নেওয়ার প্রয়োজন হতে পারে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা মামলায় এই আসামিদের গ্রেপ্তার করা হয়। একাধিক মামলায় প্রত্যেককে রিমান্ডেও নেওয়া হয়।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির