হোম > সারা দেশ > ঢাকা

নোয়াখালীতে নারী নির্যাতনের ঘটনায় ৩ পুলিশের বরখাস্তের রায় স্থগিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নোয়াখালীর বেগমগঞ্জে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় দায়িত্বে অবহেলা প্রমাণিত হওয়ায় সে সময়ে দায়িত্বে থাকা তিন পুলিশ কর্মকর্তার সাময়িক বরখাস্ত ও বিভাগীয় ব্যবস্থার রায় স্থগিত করা হয়েছে। মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান এই আদেশ দেন। 

একই সঙ্গে এ বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য আগামী ২৮ নভেম্বর দিন ধার্য করা হয়েছে। ওই তিন পুলিশ সদস্য হলেন, তখনকার সময়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ চৌধুরী, এস আই হাবিবুর রহমান ও এএসআই মফিজুল ইসলাম। 

এর আগে গত ২৮ অক্টোবর হাইকোর্ট পাঁচজনকে সাময়িক বরখাস্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তিন পুলিশ কর্মকর্তা ছাড়া বাকিরা হলেন, স্থানীয় ওয়ার্ড মেম্বার মোয়াজ্জেম হোসেন সোহাগ এবং আলী আসগরসহ দুই চৌকিদার। 

গত বছরের ২ সেপ্টেম্বর ঘরে ঢুকে স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে বিবস্ত্র করে ধর্ষণের চেষ্টা করেন বেগমগঞ্জ উপজেলার একলাশপুর এলাকার দেলোয়ার বাহিনীর সদস্যরা। তাঁরা ওই নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও চিত্রও ধারণ করেন এবং পরে কুপ্রস্তাব দেন। তিনি তাতে রাজি না হওয়ায় ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। ঘটনাটি জানাজানি হলে সারা দেশে নিন্দার ঝড় ওঠে। 

গত বছরের ৫ অক্টোবর ঘটনাটি আদালতের নজরে আনেন আইনজীবী জেড আই খান পান্না, অনীক আর হক ও আব্দুল্লাহ আল মামুন। নজরে আনার পর ফুটেজ সরাতে এবং ওই নারীর পরিবারকে সব ধরনের নিরাপত্তা দিতে নির্দেশ দিয়েছিলেন আদালত। এ ছাড়া বিষয়টি অনুসন্ধান করতে কমিটিও করে দেওয়া হয়। ওই কমিটির দেওয়া প্রতিবেদনে বলা হয়, জনপ্রতিনিধি, পুলিশ কর্মকর্তা ও স্থানীয় চৌকিদারের অবহেলা পাওয়া গেছে। প্রতিবেদনে তাঁদের বিষয়ে আদালত যৌক্তিক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিতে পারেন বলে মত দেওয়া হয়। আজ মঙ্গলবার আদালতে পুলিশের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মোমতাজ উদ্দিন ফকির। 

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর