ঢাকা : করোনাভাইরাসের সংক্রমণ কমাতে চলমান বিধিনিষেধ আগামী ৫ মে পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
২৮ এপ্রিল মধ্যরাত থেকে ৫ মে মধ্যরাত পর্যন্ত বিধিনিষেধের মেয়াদ বাড়িয়ে বুধবার দুপুরে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এসময় আগের মতই সকল বিধিনিষেধ জারি থাকবে।
বিধিনিষেধের মধ্যে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট ও শপিংশল খোলা রাখা যাবে। বন্ধ থাকবে অফিস ও গণপরিবহন।
করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকলে প্রথম দফায় ৫ থেকে ১১ এপ্রিল এবং পরে তা বাড়িয়ে ১৩ এপ্রিল পর্যন্ত মানুষের চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়।
পরে গত ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত কঠোর ও সর্বাত্মক লকডাউন ঘোষণা করে তার মেয়াদ বাড়িয়ে ২৮ এপ্রিল পর্যন্ত করে সরকার।