হোম > সারা দেশ > ঢাকা

‘পাখির মতো রাস্তার দুই পাশে উড়ে গিয়ে পড়ে দুটি গাড়ি’

নুরুল আমিন হাসান, উত্তরা (ঢাকা) 

বৃহস্পতিবার (৫ মে) ভোর ৪টা বাজে প্রায়। এমন সময় বিকট শব্দ কানে আসে। সঙ্গে সঙ্গে তাকাতেই দেখি, দুটি গাড়ি (প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশা) উড়ে এসে রাস্তার দুদিকে পড়েছে। একটি ফুটপাতের ওপর দিয়ে আমাদের টিনের দেয়ালে, অপরটি রাস্তার মাঝখানে আইল্যান্ডের ওপর। দৌড়ে গিয়ে দেখি, রাস্তার একপাশে সিএনজির যাত্রীর দম যায় যায় অবস্থা। পাশেই অচেতনভাবে পড়ে আছেন সিএনজি চালক। 

উত্তরা ১৩ নম্বর সেক্টরের সিঙ্গার মোড়ে প্রাইভেটকার ও সিএনজির সংঘর্ষে দুইজন নিহতের ঘটনার বর্ণনা ঠিক এভাবেই দিচ্ছিলেন প্রত্যক্ষদর্শী দীপংকর। তিনি ঘটনাস্থলের পাশের টিনশেড দিয়ে ঘেরা ফাঁকা জায়গার কেয়ারটেকারের দায়িত্ব পালন করেন। ঘটনার সময় ফাঁকা সেখানকার একটি ছোট কক্ষে ছিলেন। 

দীপংকর আজকের পত্রিকাকে বলেন, ‘সিএনজিটি উত্তরা ৭ নম্বর সেক্টরে হয়ে সিঙ্গার মোড়ে ডানে মোড় নিয়ে উত্তরা ১১ নম্বর সেক্টর গোলচক্কর দিয়ে যাচ্ছিল। মোড় নেওয়ার সঙ্গে সঙ্গে উত্তরা ১৩/১৪ মোড় থেকে সাত নম্বর সেক্টরের দিকে দ্রুত গতিতে আসা প্রাইভেটকারটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজিটি উড়ে গিয়ে ৭০/৮০ ফিট দূরে রাস্তার আইলানের (আইল্যান্ড) ওপর পড়ে। প্রাইভেটকারটিও ফুটপাতে ওপর উঠে গিয়ে আমাদের টিনশেডের দেয়াল ভেঙে ঢুকে পড়ে। ফুটপাতে থাকা একটি টং দোকান প্রাইভেটকারের ধাক্কায় ভেঙে যায়।’

দীপংকর বলেন, ‘দৌড়ে এসে দেখি রাস্তার ওপর গাড়ির ভাঙা কাচে ভরে রয়েছে। সিএনজির পাশেই বৃদ্ধ সিএনজি চালকের নিথর দেহ এবং ফুটপাতের পাশে যাত্রী পড়ে আছে। যাত্রীর দমও যায় যায় অবস্থা। প্রাইভেটকার চালক গাড়ি থেকে বের হয়েই সাহায্যের জন্য চিৎকার করছেন। ঠিক এমন সময়ই পুলিশের একটি গাড়ি এসে প্রাইভেটকার চালককে আটক করে গাড়িতে তোলেন। গুরুতর আহতদের হাসপাতালে পাঠান।’

রাজধানীর উত্তরায় প্রাইভেটকার ও সিএনজি সংঘর্ষে সিএনজি চালক তৈয়ব আলী (৬০) ও যাত্রী তাইফুর রহমান সুমন (২৮) নিহতের ঘটনায় একটি মামলা হয়েছে। প্রাইভেটকার চালক বুলবুল আহমদকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। 

দুর্ঘটনায় নিহত সিএনজি চালকের ছেলে তরিকুল ইসলাম বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় দুপুরে মামলাটি করেন। 

দুর্ঘটনা কবলিত প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশা থানায় নিয়ে গেছে পুলিশ। নিহত দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রাইভেটকার চালক বুলবুলকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হলে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। 

নিহতরা হলেন— জামালপুর জেলার মেলান্দহ উপজেলার রমরপাড়া গ্রামের ছেলে এবং সিএনজি চালক তৈয়ব আলী ও গাজীপুরের কালিগঞ্জ উপজেলার সাইতান এলাকার মৃত সাইদুর রহমানের ছেলে ও সিএনজির যাত্রী তাইফুর রহমান রাতুল। ওই সিএনজি চালক রাজধানীর ধোলাইপাড় এলাকার সাত তলা গলির মামুনের ভাড়া বাড়িতে থাকতেন। আর প্রাইভেটকার চালক হলেন, তুরাগের দলিপাড়া এলাকার মৃত শামছুদ্দিন ওরফে টুনু মেম্বারের ছেলে বুলবুল আহমদ। 

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সিঙ্গার মোড় থেকে প্রায় ৮০ ফুট দূরে সিএনজির ভাঙা কাচ ও বিভিন্ন অংশ রাস্তায় পড়ে আছে। রাস্তার অপর পাশে জমা পানিতে রক্ত। করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা সাফসুতরো করলেও রক্তের দাগ ও গাড়ির ভাঙা কাচের টুকরো তখনো ছিল।

সড়ক দুর্ঘটনার বিষয়ে উত্তরা পশ্চিম থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মো. শাহিন আল রশিদ আজকের পত্রিকাকে বলেন, ‘সিএনজি চালকের ছেলে তরিকুল ইসলাম বাদী হয়ে সড়ক পরিবহন আইনের ১০৫ ধারায় মামলা করেছেন। দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রয়েছে। কার চালক বুলবুলকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’ 

ওসি শাহ মো. আক্তারুজ্জামান ইলিয়াস বলেন, ‘প্রাইভেটকারের চালক বুলবুল জানিয়েছেন, তাঁর মাকে পাওয়া যাচ্ছে না। তাঁকে খোঁজার জন্য তিনি তড়িঘড়ি করে প্রাইভেটকার নিয়ে বের হয়েছিলেন। তবে বিষয়টি সত্য মনে হচ্ছে না।’ বুলবুল নেশাগ্রস্ত ছিলেন কি না এবং ড্রাইভিং লাইসেন্স আছে কি না জানতে চাইলে ওসি বলেন, ‘এসব বিষয় তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।’

আদালতে রিমান্ড না চাওয়ার ব্যাপারে ওসি আক্তারুজ্জামান ইলিয়াস বলেন, ‘যেহেতু দুর্ঘটনার নিহতের ঘটনায় প্রাইভেটকার চালককে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে জানার বা নতুন কোনো কিছু বের করার নেই। তাই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হয়নি।’

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন