হোম > সারা দেশ > ঢাকা

তেজকুনিপাড়ার বস্তির আগুন নিয়ন্ত্রণে, পুড়েছে অর্ধশতাধিক ঘর 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর তেজগাঁও তেজকুনিপাড়া এলাকার রোলিং মিল বস্তিতে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় অর্ধ শতাধিক ঘর পুড়ে গেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস এর পরিচালক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। 

আশপাশে থেকে পানির ব্যবস্থা করতে না পারা এবং চিপা রাস্তার কারণে বড় গাড়ি ঢুকতে সমস্যা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। চারতলা পর্যন্ত বাঁশ কাঠ ও টিনের ঘর হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। কিছু তালাবদ্ধ ঘরের গ্যাস বা বৈদ্যুতিক লাইন থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। 

আগুন নিয়ন্ত্রণে নেওয়ার পর সোমবার রাত দশটার সময় তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। 

তাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘বসতবাড়ির কিছু কিছু রুম আটকানো ছিল। আমরা জানতে পেরেছি এসব তালাবদ্ধ রুম থেকে আগুনের সূত্রপাত। তবে সেটা গ্যাসের চুলা থেকে নাকি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। আমরা এটা তদন্ত করে দেখব। আমরা প্রায় দুই ঘণ্টা ধরে চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে এনেছি। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর আমরা পাইনি।’ 

তাজুল ইসলাম চৌধুরী আরও বলেন, ‘এখানে একেকটি রুমে একেকটি পরিবার থাকে। এমন প্রায় ৫০টি রুম পুড়েছে ৷ বাসার হিসাব করলে আনুমানিক ১১টি বাসা পুড়েছে। এই রুমগুলো টিনের এবং কাঠের তৈরি হওয়ায় আগুন দ্রুত বিস্তার করেছে। এই অঞ্চলটিতে আমাদের গাড়ি নিয়ে পৌঁছতে সময় লেগেছে।’ 

স্থানীয় বাসিন্দা মো. রায়হান ইসলাম বলেন, এটি খুবই জনবহুল একটি এলাকা। যেকোনো ধরনের দুর্ঘটনা হলেই এখানে তা নিয়ন্ত্রণ রাখা সম্ভব হয় না। এখানে বসবাসরত মানুষজন সব সময় বিপদের মধ্যে থাকেন।

শহীদ জিয়ার কবরের পূর্বপাশেই খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন