হোম > সারা দেশ > ঢাকা

অভিমানী মেয়েকে বাবা-মার কাছে ফিরিয়ে দিল ট্রাফিক পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তখনও ভোরের আলো ফোটেনি। বাবা-মার ওপর অভিমান করে ছোট্ট মেয়েটি বাসা থেকে পালিয়ে আসে চন্দ্রা মোড় থেকে সোজা মহাখালী বাস টার্মিনাল। এর আগে কখনো সে ঢাকা আসেনি। ফলে বাস থেকে নেমেই ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। পরে মহাখালী ট্রাফিক জোনের পুলিশ কর্মকর্তারা তাকে হেফাজত নেয়।

মহাখালী ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার আশফাক আহমেদ বলেন, ‘রোববার সকালের দিকে মহাখালী বাস টার্মিনাল এলাকার সামনে মেয়েটিকে এলোমেলোভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। সেখানে উপস্থিত লোকজন মেয়েটিকে বাসে তুলে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু তাঁদের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় একজন পথচারী দায়িত্বরত ট্রাফিক সার্জেন্টকে জানান। তখন মেয়েটিকে মহাখালী ট্রাফিক জোন অফিসে নিয়ে আসা হয়।’

মেয়েটি পুলিশকে জানায়, তার নাম সানজিদা আক্তার রিমি। বয়স ১৩ বছর। বাড়ি গাজীপুরে কালিয়াকৈরে। পুলিশের সদস্যরা বলেন, তার বাবা-মার মোবাইল নম্বর সংগ্রহ করে তাৎক্ষণিক যোগাযোগ করা হয়। বাবা-মা ঢাকায় পৌঁছানোর পর মহাখালী ট্রাফিক অফিসে আসেন। মেয়েকে সুস্থ-স্বাভাবিক অবস্থায় ফিরে পেয়ে কান্নায় ভেঙে পড়েন তাঁরা।

ট্রাফিক পুলিশের কর্মকর্তারা বলেন, বাবা-মা এবং সন্তানের মাঝে যেন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে এবং এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় সে ব্যাপারে তাঁদের কাউন্সেলিং করা হয়েছে। বাবা লিখিত মুচলেকা দিয়ে মেয়েটিকে নিয়ে গেছেন।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট