নিয়ন্ত্রণহীন দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে গান, কবিতা, পথনাটকের মাধ্যমে সাংস্কৃতিক প্রতিবাদ জানিয়েছে গণ অধিকার পরিষদের সাংস্কৃতিক সংগঠন গণসংস্কৃতি পরিষদ। আজ বুধবার বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে এ সাংস্কৃতিক প্রতিবাদের আয়োজন করা হয়।
গণসংস্কৃতি পরিষদের সংগঠক কাশেম মাসুদের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ সাংস্কৃতিক প্রতিবাদ শুরু হয়।
সাংস্কৃতিক প্রতিবাদের এ অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন নুসরাত জাহান, তানজিনা ইসরাত রিতু, আবুল কালাম আজাদ, আনিকা নারগিস, সাইফুল্লাহ হায়দার, কবি ফয়সাল আহমেদ, জাহিদ হাসান, কবি শওকত হোসেন।
যৌথ গান পরিবেশন করেন আলমগীর হোসেন, লালনগীতি পরিবেশন করেন ইলাহী মাসুদ, র্যাপ গান পরিবেশন করেন রোমান সানা প্রমুখ।
এ ছাড়া বক্তব্য দেন যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাদিম হাসান, ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীবসহ গণ অধিকার পরিষদের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।