হোম > সারা দেশ > ঢাকা

ঢামেকে চিকিৎসা নিলেন সাবেক রেলমন্ত্রী

ঢামেক প্রতিবেদক

সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলামকে সুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। 

আজ মঙ্গলবার পুলিশের একটি প্রিজন ভ্যানে যাত্রাবাড়ী থানা–পুলিশ তাঁকে ঢামেক হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসা শেষে আবার তাঁকে নিয়ে যাওয়া হয়। 

বিকেল পৌনে ৫টার দিকে পুলিশের একটি প্রিজন ভ্যানে করে নুরুল ইসলাম সুজনকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে আসা হয়। 

হাসপাতালের থেকে একটি সূত্র জানায়, পুলিশ পাহারায় সাবেক রেলমন্ত্রী সুজনের মাথায় হেলমেট পরা অবস্থায় ছিলেন। হাসপাতালের জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সার্ভিস সেন্টারে পুলিশ পাহারায় চিকিৎসা নিয়ে পৌনে ৬টার দিকে তিনি হাসপাতাল ত্যাগ করেন। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, সাবেক রেলমন্ত্রীকে শ্বাসকষ্ট জনিত কারণে যাত্রাবাড়ী থানার পুলিশ সদস্যরা হাসপাতালে নিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসা শেষে আবার তাঁকে নিয়ে যায়। 

জানা যায়, গ্রেপ্তার নুরুল ইসলাম সুজন যাত্রাবাড়ী থানার মামলায় আজ ৫ দিনের পুলিশি রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পরে যাত্রাবাড়ী থানা থেকে ২২ জন পুলিশ সদস্যের নিরাপত্তা প্রহরায় আজ দুপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে যাত্রাবাড়ী থানার উদ্দেশে নিয়ে যায়।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস