হোম > সারা দেশ > ঢাকা

ঢামেকে চিকিৎসা নিলেন সাবেক রেলমন্ত্রী

ঢামেক প্রতিবেদক

সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলামকে সুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। 

আজ মঙ্গলবার পুলিশের একটি প্রিজন ভ্যানে যাত্রাবাড়ী থানা–পুলিশ তাঁকে ঢামেক হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসা শেষে আবার তাঁকে নিয়ে যাওয়া হয়। 

বিকেল পৌনে ৫টার দিকে পুলিশের একটি প্রিজন ভ্যানে করে নুরুল ইসলাম সুজনকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে আসা হয়। 

হাসপাতালের থেকে একটি সূত্র জানায়, পুলিশ পাহারায় সাবেক রেলমন্ত্রী সুজনের মাথায় হেলমেট পরা অবস্থায় ছিলেন। হাসপাতালের জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সার্ভিস সেন্টারে পুলিশ পাহারায় চিকিৎসা নিয়ে পৌনে ৬টার দিকে তিনি হাসপাতাল ত্যাগ করেন। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, সাবেক রেলমন্ত্রীকে শ্বাসকষ্ট জনিত কারণে যাত্রাবাড়ী থানার পুলিশ সদস্যরা হাসপাতালে নিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসা শেষে আবার তাঁকে নিয়ে যায়। 

জানা যায়, গ্রেপ্তার নুরুল ইসলাম সুজন যাত্রাবাড়ী থানার মামলায় আজ ৫ দিনের পুলিশি রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পরে যাত্রাবাড়ী থানা থেকে ২২ জন পুলিশ সদস্যের নিরাপত্তা প্রহরায় আজ দুপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে যাত্রাবাড়ী থানার উদ্দেশে নিয়ে যায়।

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে